উপনির্বাচনের দ্বিতীয় পর্বে শান্তিপুরে জোড়া-ফুলের ঝাণ্ডা সুনিশ্চিত করলেন তৃণমূল সভাপতি রত্না ঘোষ কর

president-Ratna-Ghosh-Kar-ensures-pair-of-flower-flags-in-Shantipur-in-second-phase-of-by-elections


সার্বভৌম সমাচার : আগামী ৩০ শে অক্টোবর শান্তিপুরে বিধানসভার উপনির্বাচন। ফল ঘোষণা ২ নভেম্বর। তারপরেই জোড় কদমে নেমেছে তৃণমূল-বিজেপি দুই পক্ষ। মঙ্গলবার উপনির্বাচন ঘোষণার দিনই শান্তিপুর শহরে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে কর্মী মিটিং শেষে দেওয়ালে লেখে তৃণমূল পক্ষের প্রচার করলেন নদীয়ার দক্ষিণ তৃণমূল সভাপতি রত্না ঘোষ কর।

রেড রোডের গান্ধী মূর্তিতে মাল্যদান করলেন জগদীপ ধনকর

প্রথম পর্যায় উপনির্বাচন সমাপ্তির পর পুনরায় নির্বাচন কমিশন দ্বিতীয় পর্যায়ে পশ্চিমবঙ্গের চারটি বিধানসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়। সেই মতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো নদীয়া জেলার শান্তিপুরে বিধানসভার উপনির্বাচনের প্রস্তুতি পর্ব শুরু হয়। আজ শনিবার তৃণমূল সভাপতি রত্নাকর ঘোষ এর নেতৃত্বে শান্তিপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংগঠনিক কর্মী সভা অনুষ্ঠিত হয়।

ফের রাজনৈতিক মহলে দেখা মিলবে নুসরাত জাহানের

মূলত উপনির্বাচনে পলিসি নির্ধারণ ও নির্বাচনের সঠিক পরিকাঠামো আলোচনার জন্য সকল নেতৃবৃন্দ ও সভাপতি দের নিয়ে এদিনের এই অনুষ্ঠান সভা আয়োজিত। যদিও নির্বাচনের প্রথম পর্বে এবছরে শান্তিপুরের তৃণমূল পক্ষ নিজের ঝান্ডা লাগাতে পারেনি। এ বিষয়ে রত্না ঘোষ কর বলেন,"এবারে মাননীয় মুখ্যমন্ত্রী নির্বাচনী যুদ্ধের জন্য আমাদের হাতে অনেক অস্ত্র তুলে দিয়েছেন। এই অস্ত্র হলো মানুষের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রকল্পের বাস্তবায়ন।"

ম্যান মেড ফ্ল্যাডের পরিস্থিতি খতিয়ে দেখতে আজ আকাশপথে পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

একদিকে তিনি মুখ্যমন্ত্রীর দ্বারা পরিচালিত একাধিক প্রকল্প বাস্তবায়নের কথা তুলে ধরেন, অন্যদিকে বিজেপির ভাওতাবাজ দলের কথাও জানান। শান্তিপুর বাসিন্দাদের মতে, বিজেপি দল নাগরিকত্বের কথা বলে ভোট নিলেও ভোটের পর নাগরিকত্ব নিয়ে কোন সিদ্ধান্ত নেয় নি। ২০২৪- এর নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকেই নয় ভারত বর্ষ থেকে বিজেপি দলের উৎখাতের কথা শোনা যায় এদিন তৃণমূল সভাপতির মুখে।

বেহাল সড়ক পুনঃনির্মাণের দাবিতে জেলাশাসকের দপ্তরের বাইরে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা

উক্ত দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, INTTUC সভাপতি দেবাশীষ গাঙ্গুলী, নদীয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু, পরিষদের সহ-সভাধিপতি দীপক বোস সহ তৃণমূল কংগ্রেস দলের নদীয়া জেলার অন্যান্য নেতৃবৃন্দ ও সভাপতি।

Post a Comment

Previous Post Next Post