সোমনাথ দাস : বিজয়া মানেই মহিলাদের সিঁদুর খেলার আমোদ। এবারও মহামারী পার করে দলীয় নির্দেশে বিজয় দশমী উপলক্ষে স্থানীয় বাসিন্দার বাড়ি পৌঁছে সিঁদুর খেলায় মাতলেন গাইঘাটার মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রীরা। বিজয়ের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি মিষ্টিমুখ করিয়ে চলছে কর্মসূচি।
কোভিড বিধিতে কড়া পদক্ষেপ! না মানলেই সরাসরি গ্রেফতার
রবিবার বিকেলে ইচ্ছাপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের৫৭,৫৮ নম্বর বুথের বাসিন্দাদের বাড়িতে গিয়ে প্রত্যেকটি মহিলার সঙ্গে সিঁদুর খেলার কর্মসূচিতে এগিয়ে এলেন তৃণমূল কংগ্রেসের মহিলা সাংগঠনিক সমিতি দল। তৃনমূলের কর্মী-সমর্থকরা পাশাপাশি নেত্রীরাও অংশ নিয়েছেন কর্মসূচিতে। এদিন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী ইলা বাগচী, জেলা তৃণমূলের ওবিসি সেলের সদস্য রত্না বিশ্বাস, শিমুলপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পপি দেবসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
Petrol-Diesel : অগ্নিমূল্য পেট্রোল-ডিজেল, মাথায় হাত সাধারণের
বিজয়ার শুভেচ্ছার সাথে প্রত্যেকের সমস্যার কথা জেনে তার সমাধানের আশ্বাসও দেন নেত্রীরা। তৃণমূল মহিলা সাংগঠনিক পক্ষ থেকে এই কর্মসূচিতে আপ্লুত হন স্থানীয় বাসিন্দারাও। ছাত্রীদের কন্যাশ্রী সহ মহিলাদের জন্য লক্ষীর ভান্ডার সবেতেই সাধারণ মানুষের দিকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি রাজ্যে যেহেতু মহিলা ভোটার সংখ্যা বেশি সে ক্ষেত্রে, উপ নির্বাচনের আগে তৃণমূলে মহিলা নেত্রীদের এই কর্মসূচি বেশ প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।
আজ থেকেই তৃণমূলের গুরুদায়িত্বে বাবুল, টুইট করে জানালেন নিজেই
এদিনে বনগাঁ সাংগঠনিক জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ইলা বাকচি জানান, দলীয় নির্দেশ আমরা প্রত্যেক বাসিন্দাদের বাড়িতে বাড়িতে গিয়ে সিঁদুর খেলছি। মায়েদের থেকে ভালো সারাও পাচ্ছি। বনগাঁ লোকসভা ও বিধানসভা আমাদের হার হয়েছে, মমতা ব্যানার্জির দুয়ারে প্রকল্প কর্মসূচির মধ্য দিয়ে আমরা সেই জমি পুনরুদ্ধার করব।
প্রকৃতির তান্ডবে দার্জিলিং ও কালিম্পংয়ে ক্ষয়ক্ষতির পরিমান ৪০০ কোটি পার
দুয়ারে কর্মসূচি নিয়ে গাইঘাটার এক স্থানীয় বাসিন্দা রুপালি রায় বলেন,"দিদিরা বাড়িতে এসেছেন বিজয় উৎসবে আমরা ভীষণ খুশি। তাছাড়া কালই লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছি, সেজন্য সবাই খুশি আমরা। দিদিকে অনেক ধন্যবাদ।"