ঈশিতা সাহা: আগামী ১০ নভেম্বর ছট পুজো। আর তার আগেই জোর কদমে ভ্যাকসিন প্রক্রিয়া চালু হয়েছে বিহার রাজ্যে। প্রতিবছরের ছট পূজা উপলক্ষে বিহার, ঝাড়খন্ড উত্তরপ্রদেশে প্রচুর মানুষের জমায়েত হয়। এবার তাদের সুরক্ষার স্বার্থে মেগা ক্যাম্প- এর মাধ্যমে ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি নিচ্ছে বিহার সরকার।
প্রশাসন সূত্রে খবর, আগামী ২৮ অক্টোবর ও ৭ নভেম্বর দুটি মেগা ক্যাম্পের উদ্যোগ নেবে বিহার সরকার। পাশাপাশি ৩১শে ডিসেম্বরের মধ্যে ৭.৩৪ কোটি প্রাপ্তবয়স্ককে ভ্যাকসিন সম্পন্ন করার টার্গেট নেওয়া হয়েছে। বিহারের স্টেট হেলথ সোসাইটি এক্সিকিউটিভ ডিরেক্টর সঞ্জয় কুমার সিং জানিয়েছেন, ছট পূজায় উপচেপড়া ভিড় থেকে মহামারী রুখতে বিহার সরকারের এই পদক্ষেপ।