সার্বভৌম সমাচার : দুষ্কৃতীদের বোমাবাজির ঘটনা প্রায়ই চোখে পড়ে। সেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে রয়েছে বেশ কয়েক মাস ধরেই। এবার প্রশাসনের তরফ থেকে বিষয়টির ওপর নজরদারি করে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
কদর কমেছে মাটির প্রদীপের, তবুও আশাবাদী মৃৎশিল্পীরা
সূত্রের খবর, দীর্ঘদিন ধরে পুলিশ বোমাবাজির ঘটনায় জড়িয়ে থাকা দুষ্কৃতীদের খোঁজ করে শেষমেষ গ্রেপ্তার করলো দুজন যুবককে। পুলিশ জানিয়েছে গোপন সূত্রে দুষ্কৃতীদের খবর পেয়ে আগ্নেয়াস্ত্র কেনার নাম করে দুই যুবককে বিভূতিভূষণ ঘাট এলাকা থেকে অস্ত্রসহ গ্রেফতার করল গোপালনগর থানার পুলিশ।
ত্রিপুরা পেরিয়ে এবার উত্তরপ্রদেশ; নিজেদের ভিত শক্ত করে মরিয়া ঘাসফুল শিবির
বনগাঁর বিভূতিভূষণ ঘাট এলাকা থেকে আরমান মন্ডল এবং সাইফুল্লাহ মন্ডল নামে দুই ব্যক্তিকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ। ছোটদের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি বন্দুক ও চার রাউন্ড গুলি। ধৃত ব্যক্তিদের বাড়ি আদিত্যপুর এলাকায়। ধৃতদের সঙ্গে আর কার নাম জড়িয়ে রয়েছে তা খতিয়ে দেখছে গোপালনগর থানার পুলিশ।