ঈশিতা সাহা: ত্রিপুরার আগরতলার রবীন্দ্রভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা গঠন নিয়ে কাল দিনভর চলে টানাপোড়ন। পুলিশের যুক্তি উড়িয়ে দিয়ে অবশেষে আজ আগরতলা রবীন্দ্র ভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভার অনুমতি দিলেন ত্রিপুরা হাইকোর্ট।
বিয়ে বাড়িতে গান বাজানোর অপরাধে ১৩ জনকে হত্যা করল তালিবান
অনেকদিন আগে থেকেই আগরতলা রবীন্দ্রভবনে তৃণমূল পার্টির জনসভা গঠনে প্রস্তুতি চলছিল। কিন্তু গতকাল দুপুরে জনসভার স্থান পরিবর্তনের নোটিশ পাঠায় ত্রিপুরা পুলিশ প্রশাসন। প্রশাসনের দাবি, কোরনা সংক্রমণ আশঙ্কায় রবীন্দ্র ভবনের সামনে জনসভা নয়। জনসভা করতে হবে আগরতলা আস্তাবল ময়দানে। কিন্তু শেষ মুহূর্তে স্থান পরিবর্তনের দাবি তুললে শোরগোল বেঁধে যায় তৃণমূল নেত্রী সুস্মিতা দেব ও কুণাল ঘোষের সঙ্গে।
PM কিষাণ যোজনায় বাধ্যতামূলক করা হয়েছে যে ডকুমেন্টগুলো, আজই আবেদনের শেষ দিন
অবশেষে ত্রিপুরার বিচারপতির পক্ষ থেকে অনুমতি মিললে উল্লাসে মেতে ওঠে ঘাস শিবির। জানা গিয়েছে, আজ জনসভায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করতে পারেন রাজিব বন্দোপাধ্যায় ও বিজেপির এক প্রাক্তন বিধায়ক। জল্পনা চলছে আশীস দাসেরও।
আজ ভারতের ম্যাচ হবে 'ডু অর ডাই'; বাদ পড়তে পারেন এই তিন ক্রিকেটার
এদিকে ত্রিপুরার বিজেপি শাসিত সরকারের করোনা সংক্রান্ত নোটিসে জানানো হয়েছে, বহিরাগত রাজ্য থেকে কেউ ত্রিপুরায় ঢুকলে RT-PCR রিপোর্ট নেগেটিভ থাকতে হবে। রিপোর্ট না থাকলে টেস্ট করে নিতে হবে এবং রিপোর্ট না আসা অবদি কোনরকমে জনসভায় অংশগ্রহণ করা যাবে না।