রিয়া গিরি : এক বছরের জন্য তামাক জাতীয় দ্রব্য ও পান মশলা ওপর নিষেধাজ্ঞা জারি করল নবান্ন। নিষেধাজ্ঞার কথা ঘোষণা করল রাজ্য সরকার নিজেই। বাংলায় আগামী এক বছর তামাক জাতীয় দ্রব্য বিক্রি করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এর আগে বিহারে সম্পূর্ণভাবে তামাক এবং মাদক জাতীয় দ্রব্যের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল এবার সেই পথেই নেমেছে বাংলা।
কদর কমেছে মাটির প্রদীপের, তবুও আশাবাদী মৃৎশিল্পীরা
মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এর তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে যাতে লেখা রয়েছে আগামী ৭ ই নভেম্বর থেকে পরবর্তী বছরের ৭ ই নভেম্বর পর্যন্ত বাংলায় কোন তামাকজাত দ্রব্যের বিক্রি করা চলবে না। সরকারি নির্দেশিকা জারি অমান্য করে পান মশলা গুটকা কিংবা নিকোটিন জাতীয় পর্নো বিক্রি করবে তাদের বিরুদ্ধে একটি আইন ও লাগু করা হবে।
জামিন হল না আরিয়ানের, এখনও আর্থার রোড জেলেই কাটছে বন্দীদশা
তাছাড়াও তামাক সেবনের নিষেধাজ্ঞা জারির সাথে সাথে যেখানে সেখানে থুথু কিংবা পানের পিক ফেলা নিষেধ তাও জানানো হয়েছে। ধূমপান নিয়ে ও কোন পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে দাবি করেছেন অনেকে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত কতটা মান্য করে চলা হবে তাই দেখবার।