এবার রাজ্য বিজেপির ভাঙ্গন দেখা দিল বনগাঁতে

This-time-the-state-BJP-split-in-Bangaon

রিয়া গিরি : রাজ্যে বিজেপির ভাঙ্গন অনেক আগেই শুরু হয়েছে। এবার সেই ভাঙ্গন দেখা দিল বনগাঁয়। এক দুজন নয় ৭০০ এর বেশি বিজেপি সমর্থক তৃণমূলে যোগদান করলো।

জাতীয় সড়ক বরাবর ঝুপড়ি ও দোকানঘর উচ্ছেদের সিদ্ধান্ত নিলেন মন্ত্রী

বনগাঁর সাংগঠনিক জেলা সভাপতি আলো রানী সরকার জানিয়েছেন। বুধবার বনগাঁর নীলদর্পণ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গাড়াপোতা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিজয় সম্মেলনের আয়োজন করে ছিল তৃণমূল কংগ্রেসের ব্লক নেতৃত্ব। সেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সংকর দত্ত ও সভাপতি  আলো রানী সরকার। সেই মঞ্চে উপস্থিত থেকেই গাড়াপোতা গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যদের তৃণমূলে যোগদানে আহান জানান তিনি। উপস্থিত ছিলেন বিজেপি পঞ্চায়েত সদস্য চম্পা মালাকার। তিনি ঐ মঞ্চে এই বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

পিছিয়ে গেল সূচি, পুরসভা নির্বাচন শেষেই হবে পরবর্তী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা

চম্পা মালাকার ও তার সমর্থকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখেই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। তিনি বলেন বিজেপিতে থেকে তিনি নিজে থেকে অপমান বোধ করছেন তাই তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চান। বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি আলো রানী সরকার জানিয়েছেন আগামী তে আরো দুটি যোগদান অনুষ্ঠান হবে। যেখানে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করতে পারেন অনেক সদস্যই।

Post a Comment

Previous Post Next Post