বিয়ে বাড়িতে গান বাজানোর অপরাধে ১৩ জনকে হত্যা করল তালিবান


Thirteen-people-were-killed-by-the-Taliban-for-playing-music-at-a-wedding-house

রিয়া গিরি : আগস্টে আফগানিস্তান দখল করে নেওয়ার পর থেকেই তালেবান শাসন চলছে আফগানিস্থানে। তালিবান সরকারদের মতে পরিবর্তন হয়েছে অনেক নিয়ম। কিন্তু তালিবানদের নিষ্ঠুরতার কোন পরিবর্তন হয়নি। শনিবার আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট আবদুল্লাহ সালেহ টুইট করে দাবি করেছেন একটি বিয়ে বাড়িতে গান থামানোর জন্য একে একে করে ১৩ জন কে মেরে ফেলে।

আজ ভারতের ম্যাচ হবে 'ডু অর ডাই'; বাদ পড়তে পারেন এই তিন ক্রিকেটার

তালিবানদের নাটকীয় আচরণের উদাহরণ এর আগেও পাওয়া গেছে। বিশেষ করে মহিলাদের ওপর তালিবানদের অত্যাচারের ছবি দেখেছে বিশ্ব। এবার বিয়ে বাড়িতে গান বাজানোর অপরাধে বহু মানুষের প্রাণ কেড়ে নিল তালিবানরা। এই টুইটের সঙ্গে তালেবানদের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠার আহ্বান জানিয়েছেন সকলকে। অনেকেই মনে করছেন তালিবানদের অত্যাচারের হিংস্রতার পেছনে পাকিস্তান দায়ী।

কারণ বলা হয়েছে পাকিস্তানের সরকার ইমরান খান রাষ্ট্রসঙ্ঘে জঙ্গিদের পক্ষে সাওয়াল করার পাশাপাশি পাকিস্তান দূতাবাসে তালিবান রাষ্ট্রদূতের প্রবেশের অনুমতি দিয়েছে। আফগানিস্তানের এভাবেই একে একে করে তালিবানদের হিংস্রতার পরিচয় পাচ্ছে গোটা দেশ।

Post a Comment

Previous Post Next Post