বেহাল সড়ক পুনঃনির্মাণের দাবিতে জেলাশাসকের দপ্তরের বাইরে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা


The-villagers-staged-a-protest-outside-the-district-magistrates-office

জয়দ্বীপ মৈত্র : দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট এলাকায় বেহাল রাস্তার পুনঃনির্মাণের জন্য সড়কপথে জমায়েত হলো গ্রামবাসীরা। দীর্ঘদিনের প্রতিবাদ করেও কোনো সুরাহা না মেলায় পথে নেমেছে গ্রামের ক্ষুব্ধ বাসিন্দারা। রসুলপুর সহ বেশ কয়েকটি গ্রামের প্রায় হাজার খানেক গ্রামবাসীরা বালুরঘাটে এসে মিছিল করে জেলাশাসকের দপ্তরে প্রতিবাদ জানায়।

বিদ্যুতের হার বাড়েনি, তবুও বিল আসবে আগের চেয়ে বেশি!

দক্ষিণ দিনাজপুর জেলায় রংপুরের এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের পিছলা, আঙ্গুল সহ বেশ কয়েকটি গ্রামের রাস্তার অবস্থা বেহাল। শুধুমাত্র বর্ষাকালে নয় অন্যান্য সময়ে রাস্তায় চলাচল খুবই কষ্টের হয়ে দাঁড়ায় গ্রামবাসীদের। স্কুল ছাত্র ছাত্রীদের থেকে শুরু করে অসুস্থদের বিশেষ করে গর্ভবতী মহিলাদের আনতে গ্রামে এম্বুলেন্স আসতে চায় না ।গ্রামবাসীরা জানায় দীর্ঘ সাত কিলোমিটার রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বর্ষার জন্য তার অবস্থা একেবারে করুন। রাস্তার চিহ্ন মিটে গিয়ে রাস্তায় পলি জমে ভরাট হয়ে গেছে তাও এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। দীর্ঘদিনের রাস্তা সরানো দাবি জানিয়ে কোনো সুরাহা না মেলায় শেষমেষ জেলাশাসক দপ্তরের সামনে এসে ভিড় জমায় গ্রামবাসীরা।

ডুয়ার্সের পথে সাত দিনই চলবে ভিস্তাডোম কোচ

গ্রামবাসীদের জানায় গ্রাম পঞ্চায়েত, বিডিও, মহকুমা শাসক কে জানিয়েও কাজ না হওয়ায় তারা আজ জেলাশাসকের দ্বারস্থ হয়েছে। তাদের বিক্ষোভে জেলাশাসকের দপ্তরে শেষমেষ তাদের দাবি পত্র জমা নেওয়া হয়। গ্রামবাসীদের সড়কপথ নির্মাণের আশ্বাস দিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলা শাসক দপ্তরের আধিকারিকরা।

Post a Comment

Previous Post Next Post