গ্রীন বাজি ছাড়া সব আতশবাজি নিষিদ্ধ করল রাজ্য

 

The-state-banned-all-fireworks-except-green-fireworks

রিয়া গিরি : রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এর তরফ থেকে দীপাবলি আসার আগেই বোমাবাজির ওপর নির্দেশিকা জারি করল পর্ষদ। এ বছর আতশবাজি পোড়ানোর সময় এবং আতশবাজির ওপর নিষেধাজ্ঞা জারি করল রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।

পেট্রোল ডিজেল সেঞ্চুরি পার, শালপাতায় নুন ভাত খেয়ে অভিনব প্রতিবাদ ক্যাব চালকদের

'পরিবেশবান্ধব আতশবাজি' বা ' গ্রীন ক্যাকার্স' ছাড়া অন্য সব ধরনের বাজির ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করলো রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। দীপাবলিতে বাজি কেনাবেচা এবং বাজি পোড়ানোর জন্য সময় বেঁধে দিয়েছে পর্ষদ। নির্দেশিকায় তারা জানিয়েছে দীপাবলিতে রাত ৮-১০ টা পর্যন্ত এবং ছট পুজোর সকাল ৬-৮ টা পর্যন্ত এছাড়াও বড়দিনে রাত ১১ টা ৫৫  মিনিট থেকে সাড়ে ১২ টা পর্যন্ত পরিবেশবান্ধব আতশবাজি পোড়ানো যাবে। এই উৎসব গুলি বাদ দিলে অন্য কোন  সময় বাজি পোড়ানো চলবে না।

ATK মোহনবাগানের ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিলেন সৌরভ

সুপ্রিমকোর্ট এবং নেশনাল গ্রীন ট্রাইবুনাল এ রায়ের ভিত্তিতে এই নির্দেশগুলি জারি করা করেছে পর্ষদ। এই নির্দেশিকা প্রকাশের পরই ক্রেতা এবং বিক্রেতা দের নিয়ম মানতে বাধ্য করছে প্রশাসন। কোনটা গ্রীন বাজি তা বুঝতে অসুবিধা হচ্ছে সাধারন মানুষের। বড়বাজার ফায়ারওয়ার্কস ডিলার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক শান্তনু দত্ত বলেন, ব্যবসায়ীদের না বলে যারা বাজি উৎপাদন করছে তাদের নির্দেশিকা বেশি গুরুত্বপূর্ণ হওয়া দরকার। কারণ এইসব বাজি উৎপাদন না হলে তবেই ব্যবহার কমবে। নিয়ম ভঙ্গ কারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে পুলিশ তার রিপোর্ট পর্ষদে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Post a Comment

Previous Post Next Post