পিছিয়ে গেল সূচি, পুরসভা নির্বাচন শেষেই হবে পরবর্তী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা


The-schedule-has-been-postponed-the-next-secondary-and-higher-secondary-examinations-will-be-held-after-the-municipal-elections

অম্লিতা দাস : পরের বছরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক হতে পারে মার্চ ও এপ্রিল মাসে।বাংলায় স্কুল কলেজ খোলার নির্দেশ পাওয়ার সাথে সাথে পরবর্তী মাধ্যমিক উচ্চমাধ্যমিকের সময় নির্ধারণ শুরু করেন শিক্ষা দপ্তর।

জাতীয় সড়ক বরাবর ঝুপড়ি ও দোকানঘর উচ্ছেদের সিদ্ধান্ত নিলেন মন্ত্রী

চলতি বছরের ১৬ই নভেম্বর থেকে স্কুল কলেজ খোলার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশ অনুযায়ী প্রস্তুতিও নিচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি। তবে তাঁর সাথেই মাধ্যমিক আগামী মার্চ মাসের শেষে  ও উচ্চমাধ্যমিক এপ্রিল মাসের শুরুতে করার আশঙ্কার উদ্ভব হয়। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নবান্ন।

দল ছাড়ছেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক! আজ প্রত্যাবর্তনের জল্পনা

চলতি বছরের শেষ মাসে তিন পুরসভা কলকাতা, হাওড়া ও বিধাননগরে ভোট হতে পারে। ভোটপর্ব শেষে পরের বছরের ফেব্রুয়ারিতে হবে পুরসভা নির্বাচন। প্রায় শতাধিক পুরসভা নির্বাচন হবে ফেব্রুয়ারিতে। গত বেশ কিছু বছর ধরেই মাধ্যমিক হত ফেব্রুয়ারিতে আর মার্চে উচ্চমাধ্যমিক। তবে পুরসভা ভোট আর বাকি রাখতে চায়না সরকার। তাই ভোট বকেয়াকে নজরে রেখেই মাধ্যমিক উচ্চমাধ্যমিকের সূচি ঘোষণা করা হবে। শিক্ষা দপ্তরের একাংশের আশঙ্কা এপ্রিল মাসের শেষে হতে পারে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাও।

Post a Comment

Previous Post Next Post