রিয়া গিরি : স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে শিশুদের বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত জানানো রাজ্যের বেসরকারি হাসপাতাল। সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে স্কুল খোলার নির্দেশ দেওয়ার পরই অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে সমস্ত শিশুদের কম্বিডিটি রয়েছে তাদের বিনামূল্যে টিকা দেওয়া হবে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে রক্ত জনিত সমস্যা, কিডনির সমস্যা, নার্ভের অসুখ, হার্টের সমস্যা, কিংবা যকৃৎ, অগ্ন্যাশয় সংক্রান্ত গন্ডগোল থাকলে ও বিনামূল্যে পেতে পারে শিশু।
অ্যাপোলো হাসপাতালে গ্রুপ চেয়ারম্যান ডঃ প্রতাপ সিলেটি জানিয়েছেন শিশুদের কম্বিডিটি থাকলে করোনায় আক্রান্ত হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে। তাই অ্যাপোলো হাসপাতাল বাচ্চাদের দুটি ভ্যাকসিন বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করছে। অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষের সিদ্ধান্ত শুনে খুশি হয়েছেন অনেকেই এবং বাকি বেসরকারি হাসপাতালগুলো এই সিদ্ধান্ত নিতে পারে বলে অনেকেই আশ্বাস রেখেছেন।