মারণভাইরাস থেকে মুক্তি পেতে ভ্যাকসিন নিতে গিয়ে মৃত্যু বৃদ্ধের! চাঞ্চল্য এলাকায়...

The-old-man-died-while-taking-the-vaccine-to-get-rid-of-the-deadly-virus-In-the-bustling-area


ঈশিতা সাহা: পুজোর আগে সকলের ভ্যাকসিন নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য। ফলে ক্যাম্প করে শুরু হয়েছে ভ্যাকসিন নেওয়ার প্রক্রিয়া। এবার সেই ভ্যাকসিন নিতে গিয়েই শোরগোলের মুখে সিভিক ভলেন্টিয়ারের হাতে মার খেয়ে মৃত্যু ৬৮ বছর বৃদ্ধার।

ঘটনাটি চাঁচল ২ ব্লকের ধানগাড়া গ্রামপঞ্চায়েতে এলাঙ্গী গ্রাম এলাকার। মৃতের নাম আরজাউল হক। বয়স ৬৮। জানা গিয়েছে, ওই বৃদ্ধা তার চাঁচালোর বাড়ি থেকে কিছুটা দূরে বিষণপুর একটি স্কুলের টিকাকরণ কেন্দ্রে যান ভ্যাকসিন নিতে। ভ্যাকসিনের লাইনে তখন সয়ে সয়ে মানুষ। একে অপরের ঠেলাঠেলি। পরিস্থিতি সামলাতে নিয়োগ ছিল সিভিক ভলেন্টিয়ারাও। কিন্তু বৃদ্ধার পরিবারের দাবি, টিকা নেওয়ার ক্ষেত্রে ভলেন্টিয়ারা নিজেরাই স্বজনপোষণ করছিলেন।

হাইমাদ্রাসা স্কুলে টিকাকেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ছিলেন ওই বৃদ্ধও। নজরে পড়ে ঘটনাটি তারও। তিনি সিভিক ভলেন্টিয়ার দের বলেন,"আমি বৃদ্ধ মানুষ দীর্ঘক্ষন লাইনে দাঁড়িয়ে আছি, আর আপনারা নিজেদের লোককে ভ্যাকসিন দিচ্ছেন।"এই কথার পৃষ্টেই ৩ সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে শোরগোল বেধে যায় তার। এরপরই লাইন থেকে টেনে বের করে বেধড়ক মারধর করা হয় বলে বৃদ্ধার পরিবারের অভিযোগ। এই বয়সে মারের ধাক্কা সহ্য করতে না পেরে গুরুতর ভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপরই তাকে দ্রুত হরিশ্চন্দ্রপুর থানা এলাকার মাশালদাহ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত বলে ঘোষণা করেন ডাক্তার। এদিকে ঘটনার ফলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। হাসপাতালের বাইরে ও পুলিশের বিরুদ্ধে শুরু হয় ব্যাপক বিক্ষোভ। পরিবারসহ সকলেরই দাবি ওই সিভিক ভলেন্টিয়ার দের কঠোর শাস্তির।

Post a Comment

Previous Post Next Post