নাম পরিবর্তন হতে চলেছে ফেসবুকের


রিয়া গিরি : সম্প্রতি ফেসবুক এর আবিষ্কর্তা মার্ক জুকারবাগ ফেসবুকের নাম পরিবর্তন করতে চলেছে। ২০০৪ সালে জুকারবাগ এর হাত ধরেই বাজারে নামে ফেসবুক। যা পূর্বে পরিচিত না হলেও এখন সবার কাছেই পরিচিত। সেই ফেসবুকের নাম পরিবর্তন করে নতুন নাম রাখতে চলেছেন ' মেটা' ।


দীর্ঘদিন ধরে সকলের কাছে পরিচিত ফেসবুকটির  নাম পরিবর্তন হয়ে নতুন নাম হতে চলেছে। যা গ্রিক শব্দ বেয়ন্ড থেকে নেওয়া হয়েছে। কেন এই ফেসবুকের নাম পরিবর্তন তা নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি জুকারবাগ। কিন্তু সম্প্রতি নতুন নামে ফেসবুক অ্যাপটি পরিচিতি লাভ পেতে চলেছে। যদিও নতুন নাম ' Meta' অনেকেরই অপছন্দের। নতুন নামে অ্যাপটির ঘোষণা করার পরেই টুইটারে এই নিয়ে বক্তব্য পেশ করেছেন জুকারবাগ।

Post a Comment

Previous Post Next Post