রিয়া গিরি : কোলাঘাট -হলদিয়া ৪১ নম্বর জাতীয় সড়ক বরাবর বেআইনিভাবে তৈরি হওয়া বাড়িঘর এবং দোকান সরিয়ে নেওয়ার জন্য তৎপর হয়েছে রাজ্য জাতীয় সড়ক কর্তৃপক্ষ। মন্ত্রী সৌমেন মহাপাত্র জাতীয় সড়কের দোকানদার ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বেআইনিভাবে ঝুপড়ি ঘর বাড়ি এবং দোকানদারদের সরিয়ে ফেলা হবে।
দল ছাড়ছেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক! আজ প্রত্যাবর্তনের জল্পনা
লাগাতার মাইকিং করে দোকানপাট সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে দোকানদারদের। কোলাঘাট থেকে হলদিয়া পর্যন্ত জাতীয় সড়ক বরাবর প্রায় চার হাজার দোকান ভাঙ্গা পড়বে বলে মনে করেছেন তিনি। অনেক ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বেন। জাতীয় সড়কের জায়গা থেকে দোকানপাট সরাতে হলে অস্থায়ী দোকান ঘর তৈরীর জন্য পুন্ ব্যবস্থা করতে হবে বলে দাবি জানিয়েছে তারা।
সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বে পেগাসাস কাণ্ডে SIT গঠন
মন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন রেল কিংবা জাতীয় সড়কের জন্য জমি অধিগ্রহণ করে রাজ্য রাজ্য তরফ থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে জবর দখল উচ্ছেদ করার। দুর্ঘটনা প্রবণ এলাকায় নিকাশি কিংবা যে কোন কারনে উচ্ছেদ যুক্তিসংগত কিন্তু একটানা উচ্ছেদের পর দালাল চক্রের মাধ্যমে টাকা বিনিময় করে আবার জবরদখলের ঘটনা সমর্থনযোগ্য নয়। ৪১ নম্বর জাতীয় সড়কের প্রজেক্ট দিরেক্টর বলেন NH act ২০০২ অনুযায়ী জাতীয় সড়কের ধারে কোনরকম বেআইনি দখলদারি থাকবে না। গোটা বিষয়টি আলোচনা করার পর বৈঠকে জাতীয় সড়কটি পক্ষকে একটি চিঠি দেওয়ার জন্য ব্যবসায়ীদের বলা হয়েছে।