বাড়ছে অজানা জ্বরের প্রকোপ! শিশুর সঙ্গে আক্রান্ত বয়স্করাও

The-incidence-of-unknown-fever-is-increasing-Adults-infected-with-the-baby


ঈশিতা সাহা: জলবায়ু পরিবর্তন সাধারণ কারণ জ্বরের। কিন্তু প্রকোপ বাড়ছে অজানা জ্বরের। গত ৬ দিনে রায়গঞ্জ মেডিকেল কলেজে প্রায় ৫০ জন জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। কোভিডের সময় এই অজানা জ্বরের প্রকোপে  উদ্বেগ বাড়াছে জেলা প্রশাসনেরও।

Mamata Banerjee : ভুয়ো সাংবাদিকদের ধরতে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ পুলিশকে

উত্তর দিনাজপুর সহ দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে দেখা গিয়েছে এই জ্বরের প্রকোপ। আগে শিশুদের মধ্যে এই উপসর্গ লক্ষ্য করা গেলেও বর্তমানে প্রাপ্তবয়স্করাও জরে পড়েছেন।হাসপাতাল সূত্রে খবর, আউটডোরে বাড়ছে জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা।

কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ নাফিসা আলীর, মমতার হাত থেকে নিলেন পতাকাও

গত কয়দিনে প্রায় ৫০ জন জ্বর নিয়ে রায়গঞ্জ মেডিকেল হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে কেউ বা ডেঙ্গুতে আক্রান্ত কেউবা ম্যালেরিয়া। সাথে চলছে কোভিড টেস্ট। সব মিলিয়ে উদ্বিগ্ন অবস্থায় পড়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

Post a Comment

Previous Post Next Post