এশিয়ার প্রথম ভাসমান সিনেমা হলের সূচনা হলো কাশ্মীরে

The-first-floating-cinema-hall-in-Asia-was-started-in-Kashmir


রিয়া গিরি : এশিয়ার প্রথম ভাসমান সিনেমা হলের স্বীকৃতি পেল কাশ্মীর। সম্প্রতি ভূ-স্বর্গে ভাসমান সিনেমা হল এর সূচনা হলো। কাশ্মীরের বিখ্যাত ডাল লেকে চালু করা হলো সিনেমা হলটি। যেখানে প্রথম সিনেমা হিসেবে দেখানো হলো বলিউডের বিখ্যাত ছবি 'কাশ্মীর কি কলি'।

"মোদির শক্তিশালী হয়ে ওঠার পেছনে দায়ী কংগ্রেস" বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

কাশ্মীর পূর্বের মত আর নেই এখন অনেক শান্ত। সিনেমার শুটিং শুরু হয়েছে আগের থেকে অনেক বেশি সংখ্যায়। সেই কাশ্মীরে পর্যটকেরা এবার উপভোগ করতে চলেছে ভাসমান সিনেমাহলের সৌন্দর্য।

ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার হলো লক্ষাধিক টাকার সোনা

পাহাড়ে ঘেরা ডাল লেকে সিনেমা দেখার অনুভূতি কতটা সুন্দর হতে পারে তা অকল্পনীয়। ইতিমধ্যেই পর্যটকদের ভিড় দেখা দিচ্ছে ভূস্বর্গে তার মাঝে সিনেমাহলের সূচনা পর্যটকদের জন্য যে খুশির  খবর তা অকল্পনীয়।

Post a Comment

Previous Post Next Post