মানবতার প্রতীক হয়ে দাড়ালেন বনগাঁর স্বপ্না, স্বাক্ষী সরন্য আবাসনের সদস্যরা


The-dream-of-Bangaon-became-a-symbol-of-humanity-witnessed-by-the-members-of-Saranya-Awasan

প্রতিনিধি : মানুষ মানুষের জন্য, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোই মানব ধর্ম। মানুষের পাশে দাঁড়ানোর জন্য ইচ্ছাটাই আসল, মানুষের প্রয়োজনে মানুষের পাশে পৌঁছোতে কোন বড় পদের প্রয়োজন হয়না। প্রয়োজন হয় শুধু সদিচ্ছার; তা প্রমান করে দিলেন স্বপ্না সাহা মন্ডল। এদিন বনগাঁ পৌরসভা‌ পরিচালিত পরিচালিত শরন্য আবাসনে যে সমস্ত অসহায় সহায় সম্বলহীন মানুষরা রয়েছেন তাদের হাতে বিজয়ার উপহার হিসেবে বস্ত্র তুলে দিলেন স্বপ্না সাহা মণ্ডল।

The-dream-of-Bangaon-became-a-symbol-of-humanity-witnessed-by-the-members-of-Saranya-Awasan


বনগাঁ পৌরসভা অসহায় মানুষদের জন্য তৈরি করেছে শরন্য আবাসন।  সমস্ত মানুষ পরিবার-পরিজন থেকে পুরোপুরি বিচ্ছিন্ন, আর তাদের সাথে আনন্দ ভাগ করে নিতে সপ্না সাহা মন্ডলের এই অভিনব প্রয়াস। নিজস্ব উদ্যোগে এই স্বপ্না সাহা ৪০ জন মানুষের হাতে বিজয় উপহার স্বরুপ বস্ত্র তুলে দিলেন।এদিন বেলা বারোটা নাগাদ স্বপ্না সাহা মন্ডল তার কিছু পরিজনদের নিয়ে আসেন শরন্য আবাসনে। সেখানে আবাসনের সমস্ত আবাসিকরা উপস্থিত ছিলেন। কিছুদিন আগে স্বপ্না সাহা মন্ডল এর জন্মদিন গেছে, তবে তার ইচ্ছা ছিল এ বছরের জন্মদিন এই মানুষগুলোর সঙ্গে কাটাবেন।

নাম পরিবর্তন হতে চলেছে ফেসবুকের

কিন্তু পুজোর মধ্যে দিয়ে ব্যস্ততার কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। তাই পুজোর পর তার জন্মদিন ও বিজয় উপলক্ষে এই মানুষগুলোর সাথে সময় কাটাতে হাজির হন। সেখানে তার জন্মদিনের কেক কাটা হয় সকলের উপস্থিতিতে, নিজের হাতে করে সকলকে কেক খাইয়ে দেন তিনি। তারপর শুরু হয় গান, কৌশিক সরকার নামে একজন যুবক গাইয়ে তাঁর গানের মধ্য দিয়ে সকলকে আনন্দে ভরিয়ে দেন। স্বপ্না সাহা মন্ডলদের এই উদ্যোগে অত্যন্ত খুশি পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন থাকা এই মানুষগুলো।

The-dream-of-Bangaon-became-a-symbol-of-humanity-witnessed-by-the-members-of-Saranya-Awasan

নতুন বস্ত্র নেওয়ার সময় প্রত্যেক এই স্বপ্ন সাহা মন্ডলকে দু'হাত ভরে আশীর্বাদ করেন। তাদের মুখে হাসি ফোটাতে সক্ষম তিনি। এ বিষয়ে শরন্য আবাসনের আবাসিক চিত্রা দাসগুপ্ত বলেন, 'খুব আনন্দ পেয়েছি আমরা, এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য ধন্যবাদ স্বপ্না কে।'

এই সপ্তাহের (PDF) কাগজ দেখার জন্য এই লিংকে ক্লিক করুন...

বস্ত্র বিতরণ ছাড়াও স্বপ্না সাহা সেখানের মানুষগুলির সাথে গান আড্ডা সহ নিজস্ব সুখ-দুঃখ ভাগ করে নিয়েছেন। তিনি সেখানের সকলের সাথে বসে মধ্যাহ্নভোজন করেন। স্বপ্না সাহা মন্ডল এর উদ্যোগে খুবই খুশি হয়েছেন তারা।

Post a Comment

Previous Post Next Post