প্রয়াত হলেন 'যোদ্ধা আকবর' সিরিয়ালের আকবর স্ত্রী

The-deceased-is-Akbars-wife-in-Joddha-Akbar-serial

রিয়া গিরি : খুব অল্প বয়সেই প্রয়াত হলেন হিন্দি টেলিভিশন যোধা আকবর এর স্ত্রী। শুক্রবার মাত্র ২৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। শারীরিক জটিলতার কারণে তার মৃত্যু হয়েছে বলে দাবি চিকিৎসকদের। বিনোদন জগতের একজন তারকা চলে যাওয়াতে স্তব্ধ রয়েছে হিন্দি বিনোদন জগৎ।

তিন কেন্দ্রেই এগিয়ে তৃণমূল, কালীঘাটে চলছে সেলিব্রেশন

যোধা আকবর হিন্দি টেলিভিশন সিরিয়ালের বিখ্যাত পার্শ্বচরিত্রে অভিনয় করা আকবরের স্ত্রী অর্থাৎ মনীষা জাদব  শুক্রবার প্রয়াত হলেন।চিকিৎসকদের দাবি মস্তিষ্কের রক্তক্ষরণ হয়ে মৃত্যু ঘটেছে তার।

মুম্বাইয়ের বিলাসবহুল ক্রুজ পার্টিতে NCB হানা, মাদক মামলায় জড়িয়ে শাহরুখ পুত্র আরিয়ান

কিন্তু অল্প বয়সে সকলকে ছেড়ে চলে যাওয়ায় কেউই মেনে নিতে পারছেন না । বাড়িতে ফেলে রেখে গেছেন এক বছরের ছোট্ট শিশু সন্তানকে। ফের তারকা'র মৃত্যুকে ঘিরে শোকাহত হল বিনোদন জগৎ।

Post a Comment

Previous Post Next Post