প্রকৃতির তান্ডবে দার্জিলিং ও কালিম্পংয়ে ক্ষয়ক্ষতির পরিমান ৪০০ কোটি পার

 

The-damage-caused-by-the-natural-calamities-in-Darjeeling-and-Kalimpong-is-over-Rs-400-crore

ঈশিতা সাহা : প্রকৃতির ধ্বংসলীলায় বিধ্বস্ত দার্জিলিং সহ কালিম্পং জেলা। প্রশাসন সূত্রে খবর, ওই দুই জেলায় দুর্যোগ কারণবশত ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪০০ কোটি টাকা। তবে প্রশাসন আধিকারিকদের ধারণা ক্ষতির পরিমাণ ৭০০ কোটি পার হতে পারে। জানা গিয়েছে, এবার জেলায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ১৩০০০ মানুষ।

কংগ্রেসে যোগ দেওয়ার নতুন শর্ত : দূরত্ব বজায় রাখতে হবে মাদক- অ্যালকোহল থেকে

চলতি সপ্তাহে শুরুর দিকে নিম্নচাপের জেরে দার্জিলিং ও কালিম্পং এর পাহাড়ে প্রচুর ধ্বস নামে। ভেঙে যায় একাধিক পাহাড়ি রাস্তা। যার ফলে ,শুধুমাত্র দার্জিলিং জেলার পাহাড় ও সমতলে ক্ষতি হয়েছে ৩৫০ কোটি টাকা। তবে সোম থেকে বুধবার পর্যন্ত তিন দিনের বৃষ্টি ও ধ্বসে এই জেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে ৭০০ কোটি ছুঁই ছুঁই হবে বলে ধারণা। তবে সঠিক পরিমাণ এখনো জানা যায়নি। এখনো বৃষ্টি ও ধ্বসে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করার কাজ চলছে বলে জানিয়েছে দার্জিলিং জেলাশাসক।

বনগাঁয় বসছে ‘বিশ্ববাংলা ক্লক টাওয়ার’; ভাইফোঁটার পরেই উদ্বোধন

প্রশাসন সূত্রে খবর, তিনদিনের ঝড়-বৃষ্টিতে আংশিক ও সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৫০০ টি বাড়ি সহ ৯০ টি রাস্তা। এছাড়া অনেক রাস্তার গার্ডওয়াল, কালভার্ট, সেতু, বিখ্যাত কমলালেবুর বাগান ও বিদ্যুতের খুঁটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিক বাড়ির গরু, শুয়োর, মুরগি, হাঁস সহ অনেক গবাদিপশুর মৃত্যু হয়েছে।

সবজির বাজারে মূল্যবৃদ্ধি, কালোবাজারির তদন্তে এনফোর্সমেন্ট

পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে বিপুল সংখ্যক মানুষ। তবে প্রাণহানির ঘটনা তেমনভাবে হয়নি। ইতিমধ্যে পাহাড়ে ১৬ টি ত্রান শিবের তৈরি করা হয়েছে। সেখানে ২২০ জন আশ্রয় নিয়েছে। বাকিদের  ধ্বস নামার আগেই নিরাপদ জায়গায় স্থানান্তরিত করা হয়েছিল।

Post a Comment

Previous Post Next Post