ঈশিতা সাহা : স্বস্তির নিঃশ্বাস এখনো নেওয়ার সময় হয়নি। বিগত কয়েক দিনে করোনার গ্রাফ নিম্নমুখী হলেও, বৃহস্পতিবার দৈনিক সংক্রমণ ২২ হাজারের গণ্ডি পেরোলো। এবার পুজোর মরশুমে নতুন করে চিন্তার ভাঁজ সাধারণ মানুষের কপালে। পরপর দুদিন ২০ হাজারের গণ্ডি পেরিয়ে গেছে করোনার সংক্রমণ। ফলে তৃতীয় ঢেউয়ের নিশ্চিত আশঙ্কায় রয়েছে স্বাস্থ্য দপ্তর।
সিসি (CCTV) ক্যামেরায় চলবে নজরদারি, পুজোতে অপরাধ ঠেকাতে নয়া ব্যবস্থা চন্দননগর পুলিশের
সংক্রমনের সাথে তাল মিলিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। অনেকদিন পর ফের ভাইরাসের জেরে মৃত্যুর সংখ্যা ৩০০ পেরোলো। বৃহস্পতিবার পরিবারকল্যাণ মন্ত্রক ও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে কোভিডে আক্রান্ত হয়েছে ২২ হাজার ৪৩১ জন। ফলে স্বাভাবিক ভাবে দেশে ফের উদ্বেগ বাড়ছে।
MAMATA BANERJEE : আজ দুপুরে বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করলেন মমতা
বর্তমানে দেশের মধ্যে সর্বশীর্ষে রয়েছে কেরল রাজ্য। গত ২৪ ঘন্টায় শুধুমাত্র কেরল রাজ্যেই নতুন আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৬১৬জন। এই মুহূর্তে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৮ লক্ষ ৯৪ হাজার ৩১৮ জন।