রিয়া গিরি : পুজোর মরসুমে বনগাঁয় রক্তের সংকট মেটাতে শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে রক্তদান শিবির কর্মসূচির আয়োজন করা হয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে। এই অনুষ্ঠানের মূল বিশেষত্ব ছিল শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠান সাফল্যমন্ডিত ভাবে পালন করা।
আজ থেকে ১৩ দিন বন্ধ থাকবে ব্যাংক! জেনে নিন সম্পূর্ণ তালিকাটি
করোনা আবহের অনুষ্ঠানের মৌসুমে রক্তদান শিবিরের সংখ্যা কমেছে। কিন্তু রক্তের সংকট চাহিদা দিন দিন বেড়েই চলেছে তাই সে কথা মাথায় রেখে বনগায় বিচুলি হাট এলাকায় একটি স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদান শিবিরের আয়োজন করে। শিবিরে অংশগ্রহণ নেয় শারীরিক প্রতিবন্ধী ও বিশেষ ভাবে অক্ষম মানুষেরা। রক্তদান করে খুবই খুশি তারা।
রাজ পুত্রের প্রথম পুজোতে পোশাক উপহার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
এইদিন বিচুলি হাটা এলাকার অনুষ্ঠানে নদীয়া, বীরভূম ও বাঁকুড়া শহর থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে শারীরিকভাবে প্রতিবন্ধী ও দৃষ্টিহীন ব্যক্তিরা এসে ওই অনুষ্ঠানে যোগদান করেন। ওই মঞ্চ থেকেই শারীরিকভাবে প্রতিবন্ধী ও দৃষ্টিহীন ব্যক্তিদের বস্ত্র এবং গরিব মানুষদের এক মাসের রেশন দেওয়া হয়।