মহিলাদের জিন্স পরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল কর্ণাটক মন্দির পরিষদ


The-Karnataka-Temple-Council-has-banned-women-from-wearing-jeans

রিয়া গিরি : কর্নাটকের কন্নড় মন্দিরে জিন্স পরিহিতা নারীদের প্রবেশ নিষিদ্ধ করল মন্দির কর্তৃপক্ষরা। কর্নাটকের মন্দিরে পোশাকের ব্যাপারে সরকারিভাবে একটি নতুন নির্দেশিকা জারি হতে চলেছে খুব শীঘ্রই। মন্দিরের ধর্মীয় পরিষদ নারী এবং পুরুষ সবাইকে হিন্দু পোশাক পরতে বাধ্য করতে এই নিয়ম চালু করতে চলেছে।

বাতিল হতে চলেছে একাদশ ও দ্বাদশ শ্রেণির সিলেবাসের কিছু অংশ, রইল তালিকা

ভারতবর্ষের ধর্মীয় ইতিহাস খুবই বৈচিত্র্যপূর্ণ। অজস্র মন্দির রয়েছে ভারতবর্ষে আর সেই মন্দির গুলো কে কেন্দ্র করে রয়েছে নানা অজানা ইতিহাস। ভারতবর্ষের দক্ষিণ অংশ অর্থাৎ কর্ণাটক কেরালা এই দুটি স্থান মন্দিরের স্থাপত্য শিল্পের জন্য বিখ্যাত। কর্নাটকের দক্ষিণ  জেলার ২১১ টি মন্দিরের ওপর নজরদারি চালাতে সরকারি পর্ষদ গঠন হয়েছিল যার নাম 'কর্ণাটক স্টেট ধার্মিক পরিষদ'। সেই পরিষদ থেকেই চালু হতে চলেছে পোশাক সংক্রান্ত একটি নতুন ফরমান। যা ইতিমধ্যে সামনে আসতেই শুরু হয়েছে নানা বিতর্ক।

বিয়ে বাড়িতে দই কে কেন্দ্র করে হাতাহাতিতে প্রাণ গেল কনের বাবার

মন্দিরের নিয়ম অনুযায়ী নারীদের শরীর যথাযথভাবে ঢাকতে হবে অন্যথা মন্দিরে প্রবেশ করতে পারবে না তারা। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিতর্ক সৃষ্টি হয়েছে নানা মহলে। জিন্স প্যান্টের ওপর নিষেধাজ্ঞা জারি ও মেয়েরা মন্দিরে প্রবেশ করতে গেলে কিভাবে শাড়ি পরবেন তার ও নির্দেশিকা জারি করেছেন হরিনারায়ন। এই প্রসঙ্গে কেউ কেউ বলছেন আমরা যেন দুশ বছর আগের ভারতে বাস করছি। আবার কেউ কেউ এই সিদ্ধান্তকে সমর্থন করছেন।

Post a Comment

Previous Post Next Post