Mamata Banerjee : ভুয়ো সাংবাদিকদের ধরতে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ পুলিশকে

The-Chief-Minister-directed-the-police-to-arrest-the-fake-journalists

সায়ন ঘোষ : ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল তৈরি করে সাংবাদিক বলে দাবি করার দিন শেষ। এবার তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন পুলিশ প্রশাসন। এমনই নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন উত্তরবঙ্গ সফরে এসে ভুয়ো সাংবাদিক নিয়ে সরব হন তিনি। সাথেই সবকটি প্রেস ক্লাব গুলির সহযোগিতা ছেয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। 

এদিন জলপাইগুড়িতে এসে মুখ্যমন্ত্রী বলেন, "গাড়িতে প্রেস এর স্টিকার লাগিয়ে কেউ যাতে কোন অপব্যবহার না করে সেদিকে নজর রাখতে হবে, আদেও সে কোনও প্রতিষ্ঠিত বা সরকারি অনুমোদনপ্রাপ্ত সংস্থায় কাজ করেন না, এদিকে সাংবাদিক বলে দাবি করেন। তাঁদের বিরুদ্ধে করা আইনি পদক্ষেপ নিতে হবে পুলিশকে। নাকা চেকিং এর মাধ্যমে ধরতে হবে তাঁদেরকে।" 

নাম পরিবর্তন হতে চলেছে ফেসবুকের

অনেক সময় শোনা যায় বিভিন্ন তোলাবাজি ও প্রতারণার অভিযোগ ওঠে সাংবাদিক পরিচয় দিয়ে, পরে জানা যায় সেটি ভুয়ো সাংবাদিক। যদিও এসব নিয়ে আগেই একাধিক বার সরব হয়েছে প্রেস ক্লাবগুলি। তবে এবারের মুখ্যমন্ত্রীর নির্দেশে খুশি তাঁরা। 

জলপাইগুড়ি প্রেস ক্লাবের সম্পাদক শান্তনু করের জানায়, "অনেক স্বঘোষিত সাংবাদিক রয়েছেন, মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে তাঁরাই। ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল খুলে নিজেদের সাংবাদিক বলে দাবি করেন একাধিক স্বঘোষিত সাংবাদিক। তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া উচিত প্রশাসনের। এ নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি আগেই আমরা। মুখ্যমন্ত্রীর কথাকে আমরা সমর্থন করি।"

জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, আমাদের পুলিশের তরফে থেকে জেলায় সব সময় নজরদারি চলছে। গাড়িতে প্রেস স্টিকার লাগানো দেখলে তা খতিয়ে দেখার জন্য ট্রাফিক পুলিশের পাশাপাশি থানাগুলিকেও নির্দেশ দেওয়া হয়েছে।



Post a Comment

Previous Post Next Post