ঈশিতা সাহা : আজ খড়দার মুরগাছা এলাকার ২০৯ ও ২১০ নম্বর বুথে চলছে ভোটদান প্রক্রিয়া। শশীভূষণ জুনিয়র বেসিক স্কুলে ভোট দিতে আসেন তিন জন জাল ভোটার। সেখানে উপস্থিত সংবাদমাধ্যম ও কিছু বিজেপি প্রার্থীদের দেখে পালাতে চেষ্টা করে ওই তিনজন। জাল ভোটার সন্দেহে গাড়ি থেকে নেমেই ধাওয়া করতে শুরু করেন এক বিজেপি প্রার্থী। একজনকে ধরে ফেলেন, দুজন পলাতক হন।
অফলাইন নয়, অনলাইনেই হোক পরীক্ষা! দাবি তুলে বোর্ডকে চিঠি অভিভাবকদের
বিজেপি প্রার্থীর দাবি,শশীভূষণ জুনিয়র বেসিক স্কুলে ভোট দিতে আসেন কয়েকজন জাল ভোটার। কাগজ নিয়ে এসে তারা অন্যান্য প্রার্থীদের প্রভাবিত করতে শুরু করেন।
পাক জয়ের উদযাপনে রাষ্ট্রদ্রোহের মামলা, কড়া নির্দেশ এই মুখ্যমন্ত্রীর
যদিও অভিযুক্তের দাবি, সংবাদমাধ্যমের ক্যামেরা দেখে ভয় পাচ্ছিলেন তিনি। গোটা বিষয়টি নির্বাচন কমিশনার কে জানানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তি আদৌ এই অঞ্চলের ভোটার কিনা এবং ভোট দিতে এসেছিলেন কিনা তা খতিয়ে দেখছে প্রশাসন