ঈশিতা সাহা : রবিবার সকাল ৮ টা থেকে ভবানীপুর উপনির্বাচন ভোট গণনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গেছে রাজ্যের ৩ কেন্দ্রে। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কলকাতা পুরসভার ৭৭ নম্বর ওয়ার্ড থেকে বড় ব্যবধানে লিড পাচ্ছেন মুখ্যমন্ত্রী।
UIDAI সংশোধনের কাজ আরও সহজ হচ্ছে, জানুন কোটি গ্রাহকদের জন্য সরকারের পরিকল্পনা
ইভিএম গণনা চলেছে। ভবানীপুরে ভোট গণনা হবে ২১টি রাউন্ডে। আজ দুপুর ১২টা বেজে ১০ মিনিটে ১২ রাউন্ডের গণনা শেষ। ইতিমধ্যে ৩৩৯০০-এর বেশি ভোটে এগিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালে ভবানীপুরে শোভন দেবের ব্যবধান টপকে প্রায় ৩০ হাজার ভোটে এগিয়ে তৃণমূল। প্রথম রাউন্ডের গণনায় ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় এর ভোট প্রাপ্তি ৩ হাজার ৬৮০। দ্বিতীয় রাউন্ডে প্রায় ২ হাজার ৭৯৯ ভোটে এগিয়ে রয়েছেন। এরপর তৃতীয় রাউন্ডে শেষে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে রয়েছেন ৬ হাজার ১৪৬ ভোটে। চতুর্থ রাউন্ডে শেষে মমতার গণ্ডি দশ হাজার ছাড়িয়ে গেল। তিনি ১২ হাজার ৪৩৫ ভোটে এগিয়ে আছেন।
মুম্বাইয়ের বিলাসবহুল ক্রুজ পার্টিতে NCB হানা, মাদক মামলায় জড়িয়ে শাহরুখ পুত্র আরিয়ান
এদিকে মমতা ব্যানার্জীর বাড়ি কাছে কালীঘাটের রাস্তায় শুরু হয়েছে বিজয় উল্লাসের আবির খেলা। তৃণমূল কর্মী সমর্থকদের দাবি, এবার ভবানীপুরে প্রায় ৮০-৯০ হাজার ভোটে জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে ভোট গণনার গতি লক্ষ করে সেলিব্রেশন শুরু হয়েছে মালদা জেলার একাধিক এলাকায়।
দিনের সবচেয়ে বড় খবর; অভিনেত্রী সামান্থা এবং নাগা চৈতন্যের বিবাহবিচ্ছেদের ঘোষণা
পাশাপাশি রাজ্যের দুই কেন্দ্র সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরের এগিয়ে আছেন তৃণমূল প্রার্থীরা। সামশেরগঞ্জ থেকে ভোটে এগিয়ে আছেন তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম। চতুর্থ রাউন্ড শেষে জঙ্গিপুরে এগিয়ে আছেন জাকির হোসেন। ইতিমধ্যে ৩ কেন্দ্রে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে গণনা কেন্দ্রেওগুলিতে। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় সাহায্যে স্ট্রং রুম থেকে ইভিএম আনা হয়েছে গণনা কেন্দ্রে।