সার্বভৌম সমাচার : মানুষ মানুষের জন্য, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোই মানব ধর্ম। মানুষের পাশে দাঁড়ানোর জন্য ইচ্ছাটাই আসল। মানুষের প্রয়োজনে মানুষের পাশে পৌঁছোতে কোন বড় পদের প্রয়োজন হয়না। এমনকি প্রয়োজন হয় না কোন ছাতারও; এবারে তা প্রমাণও করে দিলেন স্বপ্না সাহা মন্ডল। এদিন বনগাঁ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পিছিয়ে পড়া অসহায় মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করলেন তিনি।
আশ্চর্যজনক কাজ করেছে Apple; iPhone 14 - এর ছবি দেখেই হুঁশ উড়ে গেল ভক্তদের
বাগদা বিধানসভার বিধায়ক বিশ্বজিৎ দাস স্বপ্না সাহা মন্ডলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বলেন, "মমতারই পথে" মানুষের হাসির মধ্য দিয়ে নিজেদের খুশিকে খুঁজে নিতে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ালেন স্বপ্না সাহা মণ্ডল। বনগাঁ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় স্বপ্না সাহা মন্ডলের ব্যক্তিগত প্রচেষ্টায় প্রায় ৫০০ জন দুস্থ ও অসহায় মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হলো।
চাকদা রোড পার্শ্বস্থ পাওয়ার হাউস এর পাশের একটি অস্থায়ী মঞ্চ থেকে। এদিনের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্বপ্না সাহা মন্ডলের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েছিলেন বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভানেত্রী আলোরানি সরকার, বাগদা বিধানসভার বিধায়ক বিশ্বজিৎ দাস, বনগাঁ সাংগঠনিক জেলার আইএনটিটিইউসি সভাপতি নারায়ণ ঘোষ, বনগাঁ সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী ইলা বাগচী মন্ডল সহ তৃনমূলের প্রমুখ নেতৃত্ববৃন্দ।
‘Double attack’ : করোনার মধ্যে উদ্বেগ বাড়িয়েছে Twindemic; বিশেষজ্ঞদের মতে এর আক্রমণ এড়ানো কঠিন!
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভানেত্রী আলো রানী সরকার বলেন, বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব, রীতি অনুযায়ী শারদ উৎসবের সময় প্রত্যেক বাঙালি নতুন বস্ত্র পড়তে পছন্দ করেন। তবে সমাজের পিছিয়ে পড়া মানুষের মধ্যে নতুন বস্ত্র কেনার সামর্থ্য না থাকায় নতুন বস্ত্র পড়ার সাধটা পূরণ করা হয়ে ওঠেনা অনেকের। সেই সমস্ত অসহায় মানুষদের মুখে হাসি ফোঁটাতে এদিনের এই বস্ত্রদান শিবিরের আয়োজন করেন ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্বপ্না সাহা মণ্ডল।