রিয়া গিরি : আচমকা শুভেন্দু অধিকারী এবং সুজন চক্রবর্তীর সাক্ষাতকে ঘিরে জল্পনা উঠলো বিধানসভায়। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে পড়েছেন সারা ভারতবর্ষে নিজের জায়গা করে নিতে। সেই সময় বিরোধী দলনেতা এবং সিপিএমের পুরনো একজন দক্ষ নেতার সাক্ষাৎকারে জল্পনা উঠেছে অনেকের মনেই।
সামনে গ্রিল, নিচে অস্ত্র কারখানা; উদ্ধার বিপুল অস্ত্রভান্ডার
সূত্রের খবর, পুজোর পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার দলের অন্যান্য নেতাদের নিয়ে তিনি নিজে বিধানসভার কক্ষে আলোচনা করছিলেন। ঠিক সেখানেই সুজন চক্রবর্তী বিজেপির দরজা খুলে সেই কক্ষে প্রবেশ করেন। সুজন চক্রবর্তীর সেই কক্ষে প্রবেশকে ঘিরে নানা জল্পনা উঠেছে সকলের মধ্যে। যদিও এই সাক্ষাৎ বিজয়ার সৌজন্য সাক্ষাৎ বলে আখ্যা দিয়েছেন সুজন চক্রবর্তী।
অফলাইন নয়, অনলাইনেই হোক পরীক্ষা! দাবি তুলে বোর্ডকে চিঠি অভিভাবকদের
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে প্রশ্ন করলে উত্তর দেন দীর্ঘ কয়েক বছর ধরে রাজনীতিতে সৌজন্যের অভাব রয়েছে তাই এই জল্পনা করা স্বাভাবিক। কিন্তু এই সাক্ষাৎ শুধুমাত্র সৌজন্যতার সাক্ষাৎ। সুজন চক্রবর্তী জানান তিনি কোনো এক কাজে বিধানসভা এসেছিলেন খবর পেয়ে বিরোধী দলনেতার সঙ্গে সাক্ষাৎ করেন।