ঈশিতা সাহা: পুজোর পর রাজ্য জুড়ে করোনা সংক্রমণ বৃদ্ধির দিকে নজর রেখে আরো কড়া পদক্ষেপ নিল জলপাইগুড়ি জেলা প্রশাসন। এতদিন জরিমানা করেও সাধারণ মানুষকে মহামারী নিয়ে সচেতন করা সম্ভব হয়নি। ফলে শাস্তির মান আরেকটু বাড়িয়ে দিলেন পুলিশ প্রশাসন। সিদ্ধান্ত কোভিড বিধি না মানলে সরাসরি গ্রেফতার করা হবে। জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার জানিয়ে দিলেন, আজ সোমবার থেকেই চলবে করাকরি।
Petrol-Diesel : অগ্নিমূল্য পেট্রোল-ডিজেল, মাথায় হাত সাধারণের
পুজোর পর থেকেই হু হু করে বাড়ছে করোনা মহামারী। এখন থেকে সতর্ক না হলে মহামারী ঠেকানো প্রায় অসম্ভব হয়ে যাবে। অথচ সবটা জেনেও সচেতন নয় সাধারণ মানুষ। বাজার ঘাট, রেষ্টুরান্ট সর্বত্রই লোকের উপচে পড়া ভিড়। কারো হাতে মাক্স বা কারো পকেটে। অথচ মুখে কারো মাক্স নেই। তাই এবার সংক্রমণ ঠেকাতে পথে নামলেন পুলিশ সুপার নিজেই।
প্রকৃতির তান্ডবে দার্জিলিং ও কালিম্পংয়ে ক্ষয়ক্ষতির পরিমান ৪০০ কোটি পার
রবিবার জলপাইগুড়ি জেলার রাজপথে রেলি করে করোনা সংক্রান্ত সতর্কতা ও সচেতনতা প্রচার করলেন জলপাইগুড়ি পুলিশ সুপার দেবর্ষি দত্ত। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ও ডিএসপি সহ অন্যান্য আধিকারিকরা।