সোমনাথ দাস : উত্তর ২৪ পরগনা বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির প্রথম সম্মেলনে জেলা কার্যালয় উদ্বোধন করলেন রাজ্য আইএনটিটিইউসি সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এই মঞ্চ থেকেই তিনি আইএনটিটিইউসি অনুমোদন ছাড়া সংগঠনগুলিকে কড়া বার্তা ও দিলেন।ভবিষ্যতে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি সরাসরি জানিয়ে দিলেন।
রাজ্য আইএনটিটিইউসি সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জেলা কার্যালয় উদ্বোধন এর প্রথম সম্মেলনে উপস্থিত ছিলেন। সেখানে মঞ্চ থেকেই আইএনটিটিইউসি অনুমোদন ছাড়া এমন দুটি সংগঠনের নাম করে কড়া বার্তা দিলেন। ভবিষ্যতে যারা অনুমোদন ছাড়াই আইএনটিটিইউসি নাম করে চলছেন তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। নিজের মর্জি মতো কাজ করলে চলবে না। গো অ্যাজ ইউ লাইক এর মত চলবে না। শ্রমিকদের স্বার্থে কাজ করতে হবে। জেলা প্রধান কার্যালয় উদ্বোধন প্রসঙ্গে তিনি বনগাঁ জেলাকে শ্রমিকদের নার্ভ সেন্টার উল্লেখ করে সেখান থেকে শ্রমিকদের সুযোগ সুবিধা দেখার আশ্বাস দিয়েছেন।
চিকিৎসা বিজ্ঞানের উন্নতি করেছে ভারত, প্রশংসায় পঞ্চমুখ WHO-এর প্রধান বিজ্ঞানী1
জেলা কার্যালয় উদ্বোধনের অনুষ্ঠানে ঐদিন উপস্থিত ছিলেন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আলো রানী সরকার সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। শ্রমিকদের সুবিধা-অসুবিধার কথা ভেবে প্রদক্ষেপ গুলি কতটা কার্যকরী হবে তার নিয়ে ও আশা রেখেছেন শ্রমিকরা।