ঈশিতা সাহা : বুধবার ২৭ অক্টোবর, ATK মোহনবাগানের ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। মূলত স্বার্থের সংঘাত এড়াতেই ইস্তফার সিদ্ধান্ত।বুধবার রাতে বিসিসিআই এর সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ক্রিকবাজ ওয়েবসাইটে বলেছেন,যে তিনি ATK মোহনবাগানের ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিয়েছেন। তিনি বলেছেন, 'আমি পদত্যাগ করেছি।'
GATE 2021 এর মাধ্যমে ONGC নিয়োগ শীঘ্রই রেজিস্ট্রেশন শেষ: এখনই আবেদন করুন!!!
মোহনবাগানের ডিরেক্টর পদে পথ চলা শুরু হয় গত বছর থেকে। বোর্ড অফ ডিরেক্টরের পাশাপাশি বোর্ডের সভাপতিও সৌরভ। এদিকে সঞ্জীব গোয়েঙ্কার নতুন দল আইপিএল খেলবে বোর্ডেরই মেগা টুর্নামেন্টে। আবার একই মালিকের একটি ফুটবল দলের বোর্ড অফ ডিরেক্টরের পদে সৌরভ। ৭ হাজার ৯০ কোটি টাকার সবচেয়ে বেশি দর দিয়ে আইপিএলে দল কিনেছে সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপ। এতে স্বার্থের সংঘাতের বিষয়টি সৌরভের নজরে পড়েছে। ফলে ভারসাম্যতা আনার জন্যই এটিকে মোহনবাগানের ডিরেক্টরের পথ ছেড়ে দিলেন তিনি।
কলকাতা এশিয়াটিক সোসাইটিতে চলছে নিয়োগ, আবেদন পদ্ধতি বিস্তারিত জানুন...
কলকাতা-ভিত্তিক কর্পোরেট আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের পরিচালক সঞ্জীব গোয়েঙ্কা একটি সংবাদমাধ্যমে বলেছিলেন, 'আমি মনে করি তিনি মোহনবাগান থেকে পুরোপুরি সরে যাচ্ছেন। তবে এটা সৌরভের জন্য ঘোষণা করা ঠিক হবে। আমি দুঃখিত। আগেই বলে দেওয়ার জন্য।'