রিয়া গিরি : শিক্ষা পর্ষদ এর তরফ থেকে আবারও কমিয়ে দেওয়া হলো উচ্চ মাধ্যমিকের সিলেবাস। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ দ্বাদশ ও একাদশ শ্রেণির পড়ুয়াদের সিলেবাস এর নতুন তালিকা ঘোষণা করল। গত বছরের আগস্ট মাসেই সিলেবাস কমিয়ে দেওয়ার কথা ছিল কিন্তু তা কার্যকর হয়েছে অক্টোবরে।
ক্যান্সারে আক্রান্ত ছেলের যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজের হাতেই খুন করলেন পিতা
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে যে সমস্ত বিষয়ের থিওরিতে পূর্ণমান ৬০ থেকে কম ছিল সেই বিষয়গুলির সিলেবাস একই রকম থাকছে। যেই বিষয়গুলিতে সিলেবাস করতে চলেছে সেগুলি হল সংগীত, ফিজিক্যাল এডুকেশন, ভিজুয়াল আর্টস।
বিয়ে বাড়িতে দই কে কেন্দ্র করে হাতাহাতিতে প্রাণ গেল কনের বাবার
একাদশ শ্রেণির সিলেবাস এর মধ্যে বাতিল হতে চলেছে বাংলার হাঙ্গর প্রবন্ধ লেখক স্বামী বিবেকানন্দ। বাতিল হতে চলেছে কাজী নজরুল ইসলামের কবিতা দ্বীপান্তরের বন্দিনী। তাছাড়াও অনুবাদ গল্পের মধ্য থেকে কমিয়ে নেওয়া হয়েছে গ্যাব্রিয়েল মার্কেজের গল্পটি ও। বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে ধাঁধা, প্রবাদ শীর্ষক অংশ ও দীনবন্ধু মিত্র ও মাইকেল মধুসূদন দত্তের লেখা নাটক বুলি আর সিলেবাসে থাকছে না।
UPDATE : আচমকাই হাসপাতালের অক্সিজেন সিলিন্ডার লিক, পরিস্থিতি সামলে দমকলের তিন ইঞ্জিন
ইংরেজি বিষয় থেকে নন্দলাল বসুর একটি গদ্যাংশ, উইলিয়াম ব্লেকের কবিতা অফ টুয়েলভ নাইট নাটক থাকছে না। এছাড়াও সংস্কৃত, কমার্শিয়াল ল এন্ড গ্রিল ইন প্রিলিমিনারি অফ অডিটি, নিউট্রিশন, ভূগোল ইতিহাস, কম্পিউটার সাইন্স এর মত বিষয়গুলি এর সিলেবাস কমানোর কথা জারি করেছে বিদ্যাসাগর ভবন। বিস্তারিত সিলেবাস মিলবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে ।