ঈশিতা সাহা : অবশেষে ২৫ দিন পর জামিন পেয়ে বাড়ি ফিরতে পারলেন বাদশা-পুত্র আরিয়ান। আজ ফের বোম্বে হাইকোর্টে শুনানি ছিল তার।
অক্টোবর মাসের ২ তারিখ মুম্বাই থেকে গোয়াগামী বিলাসবহুল ক্রুজ থেকে মাদকসহ গ্রেপ্তার হন আরিয়ান। সেখান থেকে দীর্ঘ ২১ দিন এনসিবি আধিকারিকদের অধীনে মুম্বায়ের আর্থার রোড জেলে ছিলেন শারুখ পুত্র। বৃহস্পতিবার জামিন পেতেই স্বস্তির নিঃশ্বাস বাদশাহ পরিবারে। একইসাথে জামিন পেলেন আরিয়ানের দুই সঙ্গী আর্বাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচা।
সম্প্রতি,মাদক কাণ্ডে আদালতের নির্দেশে মামলার শুনানি পিছিয়ে একের পর এক পিছিয়ে শেষ পর্যন্ত ২০ অক্টোবর করা হয়। এই শুনানিতেও জামিন হয়নি আরিয়ানের। পরবর্তীতে জামিনের জন্য হাইকোর্টে আবেদন করে আরিয়ানের আইনজীবী। প্রথমবার আবেদন খারিজ হলেও এবার দু পক্ষের যুক্তি, পাল্টা যুক্তির ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে আরিয়ানের জামিন মঞ্জুর করে উচ্চ আদালত।