অম্লিতা দাস : অবশেষে অপেক্ষার অবসান। পড়ুয়াদের স্কুল ও কলেজমুখী করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আবার খোলার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের উত্তরকন্যার প্রশাসনিক বৈঠকে ১৫ই নভেম্বর থেকে স্কুল কলেজ খোলার নির্দেশ দিলেন তিনি।
"দুয়ারে সিঁদুরখেলা" কর্মসূচি পালনে বাড়ির দরজায় মহিলা তৃণমূল কংগ্রেস
শেষ হতে চলেছে ঘরে বসে অনলাইন ক্লাসের রেশ। ফোনের মিউট আর ভিডিওয়ের বাটন ছেড়ে পড়ুয়ারা আবার ফিরবে চক ডাস্টারের সান্নিধ্যে। এমনটাই জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের একাধিক রাজ্যে খুলে গেছে শিক্ষা প্রতিষ্ঠান। বাংলাতেও কবে তা সম্ভব হবে তা নিয়েই চলছিল জল্পনা। সেই জল্পনার হল অবসান। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান গুলি আবার খুলবে ১৫ই নভেম্বর থেকে।
কোভিড বিধিতে কড়া পদক্ষেপ! না মানলেই সরাসরি গ্রেফতার
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যসচিবকে তার এই নির্দেশ জানানোর পর স্কুল কলেজ খোলার আগে কিছু প্রস্তুতির সময়ও নিতে বলেন। প্রায় দুই বছর ধরে বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। কিছুদিনের জন্য নির্দিষ্ট কিছু শ্রেণীর পঠন পাঠন শুরু হলেও তা আবার বন্ধও হয়ে যায়। বাতিল হয় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মত পরীক্ষা গুলিও। তাই সেই বন্ধ প্রতিষ্ঠানগুলিকে আবার আগের ছন্দে ফেরাতে স্কুল কতৃপক্ষদের পরিকাঠামো সাজিয়ে তুলতে কিছুটা সময় দেওয়া হবে।
প্রকৃতির তান্ডবে দার্জিলিং ও কালিম্পংয়ে ক্ষয়ক্ষতির পরিমান ৪০০ কোটি পার
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী পুজোর আগেই জানিয়েছিলেন কালিপুজোর পরেই স্কুল কলেজ খোলার নির্দেশ দেওয়া হবে। তবে সমস্তটাই হবে তৎকালীন পরিস্থিতি অনুযায়ী। সেইমত পড়ুয়াদের ভ্যাকসিন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি। অবশেষে কালিপুজোর পর ১৫ নভেম্বর থেকেই পড়ুয়াদের আবার আগের ছন্দে ফেরার ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।