রিয়া গিরি : এ বছর পুজোর মরসুমে এস বি এস টি সির আয় ৩ কোটি টাকা। পুজোর পাঁচদিন রাজ্যজুড়ে এস বি এস টি সি মোট বাস নামিয়ে ছিল ৭০০ টি। যার আয় ৫ দিনেই প্রায় ২ কোটি ৯১ লক্ষ টাকা। পুজোর মরসুমে ট্রেনগুলি চলাচল না করলে যাত্রীদের কথা মাথায় রেখে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা নিজেদের অতিরিক্ত বাস রাস্তায় নামান। তাতে যাত্রীসংখ্যা ভালোই দেখা মিলেছে এসবিটিসি বাস গুলিতে।
প্রশাসন নয়, লাঠি হাতে এক এক করে চোলাইয়ের ঠেক বন্ধ করছে মহিলার দল
করোণা পরিস্থিতিতে ৫০% আসনে যাত্রী পরিবহনের ছাড়পত্র দেয়া হয়েছিল এস বি এস টি সির তরফ থেকে। কিন্তু পুজোর মরসুমে অনলাইন বুকিং এর পরেও অতিরিক্ত যাত্রীর সংখ্যা বেড়ে যাচ্ছিল। সেজন্যই প্রতিটি ডিপো থেকে ১০০ শতাংশ বাস নামানো হয়েছিল পরিবহন সংস্থার তরফ থেকে। পুজোর মধ্যে দীঘা, হলদিয়া, ঝাড়গ্রাম, বেলঘড়িয়া, দুর্গাপুর ও রামপুরহাট এই জায়গার যাত্রী সংখ্যা ছিল চোখে পড়ার মতো। সবচেয়ে বেশি আয় করেছে দীঘা ডিপো। পুজোর কয়েকদিনেই আয় করেছে ৩৩ লক্ষ টাকা।
ব্যারাকপুরে রহস্যময় বিস্ফোরণ কান্ড! উড়ে গেল বাড়ির ছাদ
এস বি এস টি সি ডিপো ম্যানেজার দেবাংশু গিরি বলেন ট্রেন চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত সড়ক পথে প্যাসেঞ্জারের সংখ্যা বেশি হওয়ায় আগাম পরিকল্পনা নিয়েই বাস গুলির সংখ্যা বাড়ানো হয়েছে। তিনি এও জানান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাসের সংখ্যা একই থাকতে চলেছে যাতে করে যাত্রীদের কোন অসুবিধা না হয়।