Darjeeling : বিধ্বস্ত পাহাড়, সমস্যায় একাধিক পর্যটক

Ruined-hills-multiple-tourists-in-trouble


সার্বভৌম সমাচার : ভূমিধসে বিধ্বস্ত পাহাড়ে আটকে একাধিক পর্যটক। বন্ধ শিলিগুড়ি থেকে দার্জিলিং (Darjeeling) যাওয়ার রাস্তা, ৫৫ নম্বর জাতীয় সড়ক।

যদিও প্রশাসন থেকে ধস সরিয়ে দেওয়ার কাজ হলেও, ফের ধস নেমেছে একাধিক জায়গায়। আরেকদিকে সেতি ঝরার উপরের ধস সরিয়ে সিকিম (Sikim) যাওয়ার লাইফলাইন, ১০ নম্বর জাতীয় সড়ক ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছিল। কিন্তু ফের আবারও নতুন করে ধস নামায় বন্ধ সেই রাস্তা। 

এনসিবির পদধূলি এবার শাহরুখ খানের মান্নাতে!

অন্যদিকে, কালিম্পং (Kalimpong) জেলার একাধিক জায়গা ধসে বিপর্যস্ত হয়ে রয়েছে। গত ৩ দিনে প্রায় ২০-২৫ জায়গায় ধস পরেছে। ফলে ফেরার সময় পেরিয়ে গেলেও সমস্যায় পরছেন পর্যটকেরা।

বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে হচ্ছে পর্যটকদের। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা পরিষ্কারের কাজ চলছে।





Post a Comment

Previous Post Next Post