অম্লিতা দাস : ডিজেল,পেট্রোলের সাথেই মূল্যবৃদ্ধির নজির রান্নার গ্যাস,তেল তবে এবার পিছিয়ে নেই সবজির থলি। পাল্লা দিয়ে পুজোর মরশুমে দাম বাড়ছে সবজির। যা মধ্যবিত্তের আশাহত করে চলেছে। কত দাম বাড়ছে সবজির? বিক্রেতারা কেমন সবজি বিক্রি করছেন? ক্রেতাদেরও বা কি মতামত? সব খতিয়ে দেখতেই পরিদর্শনে নামলেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা।
দমদম স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু দুই যুবকের
ডিজেল পড়েছে ৯৯ এর কোঠায়। প্রতি লিটার ডিজেল পেট্রোলের দাম আজ থেকেই বেড়েছে আরো ৩৫ পয়সা। এবার এক লিটার পেট্রলের মূল্য ১০৭.৭৮ টাকা। আর ডিজেলের মূল্য ৯৯.০৮ টাকা প্রতি লিটার। শনিবার এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা ছড়িয়ে পড়ল সল্টলেক, ব্যারাকপুর ও হাওড়ার কিছু বাজারে। মাছ,মাংস,ফল ,সবজির কত দাম কত বাড়ল কিভাবে তা রাখা হচ্ছে সব তাই খতিয়ে দেখলেন তাঁরা। বিক্রেতারা মজুত করা শস্যের দাম বাড়াচ্ছেন কিনা সেই দিকেও নজর দিলেন আধিকারিকরা।
দুর্গার পর লক্ষ্মীর প্রতিমায় হামলা, চাঞ্চল্য নদীয়া এলাকা
মূল্যবৃদ্ধির দৌড়ে এগিয়ে আছে টমেটো, পেঁয়াজ, উচ্ছে,পটল। সেপ্টেম্বর থেকেই বেড়েছে পেঁয়াজের দাম যা নভেম্বরের মাঝামাঝি সময়ে এসে কমবে বলেই মনে করছেন সকলে।