করোনা সংক্রমণের কারণে যেখানে প্রত্যেকটি স্কুল-কলেজ বন্ধ, তারই মাঝে শিশুদের উৎসাহিত করতে জাতীয় স্তরে আয়োজন করা হয়েছিল শিশুদের ভাবনায় এক অঙ্কন প্রতিযোগিতা। উক্ত প্রতিযোগিতার আয়োজক হল 'বোরোলীন' (Boroline)। সংস্থার পক্ষ থেকে 'পুজোয় চাই নতুন ট্যালেন্ড' ট্যাগ লাইনকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় 'বোরোলীন আর্টচালা উৎসব ২০২১' (Boroline Artchala Utsav)।
ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার লক্ষাধিক টাকার সোনা
রৌনভ বনগাঁ 'মোনালিসা আর্ট স্কুলের' ছাত্র। স্কুলের শিক্ষক বিশ্বজিৎ বৈদ্য জানান, 'করোনা পরিস্থিতির কারণে সবাই যেখানে অনলাইন ক্লাস মুখী হয়ে পড়ছে, সেখানে এমন প্রতিযোগিতা শিশুদের জন্য খুব প্রয়োজনীয়। আমাদের স্কুলের তরফ থেকে অনেক অভিনন্দন রৌনভকে। আগামীদিনে আরো সফল হোক এটাই প্রার্থনা করি।'
উল্লেখ্য, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিভাগের মাধ্যমে সম্পন্ন হয় প্রতিযোগিতাটি। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে সার্টিফিকেট সাথে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়। জাতীয় স্তরে ছেলের সাফল্যে খুশি রৌনভের বাবা সুমন ঘোষ ও মা রিম্পা ঘোষ।