রিয়া গিরি : রাজনীতি মহলের বিশিষ্ট মুখ লক্ষ্মণ শেঠের হাত ধরে এবছর ও পালিত হচ্ছে শ্রী শ্রী সার্বজনীন দুর্গোৎসব। তৃতীয় বছরে ধুমধাম করে আয়োজন করা হলো সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব। রাজনীতি থেকে বিদায় নিয়েছেন অনেক আগেই কিন্তু রাজনীতি থেকে তার নাম আজও কেউ ভুলতে পারেনি। হলদিয়ার উন্নতি তার হাত ধরেই হয়েছে। তিনি আর কেউ নন তিনি হলেন লক্ষ্মণ শেঠ। তারই উদ্যোগে সার্বজনীন দুর্গোৎসব আজ তৃতীয় বর্ষ পালিত হচ্ছে।
আশ্চর্যজনক কাজ করেছে Apple; iPhone 14 - এর ছবি দেখেই হুঁশ উড়ে গেল ভক্তদের
সিপিআইএমের শাসনকালে পূর্ব মেদিনীপুরের ক্ষমতায় থাকা একজন বিখ্যাত রাজনীতিবিদ দের মধ্যে একজন হলেন তিনি। হলদিয়ার রাস্তা তৈরি থেকে শুরু করে কলেজ, কারখানা সবের সূচনা তার হাত ধরেই হয়েছিল। হলদিয়াকে শিল্পনগরী করে গড়ে তুলতে তার অবদান অস্বীকার করার মতো নয়। তিনি রাজনৈতিক দল পরিবর্তন করে নিলেও বর্তমানে তিনি রাজনীতির জগৎ থেকে অবসর নিয়েছেন। কিন্তু মানুষের সেবা মানুষের বিপদে-আপদে থাকার কর্তব্য তিনি আজও পালন করে যাচ্ছেন।
‘Double attack’ : করোনার মধ্যে উদ্বেগ বাড়িয়েছে Twindemic; বিশেষজ্ঞদের মতে এর আক্রমণ এড়ানো কঠিন!
সার্বজনীন শ্রীশ্রী দুর্গোৎসবের সূচনার দিন তিনি নিজেই উপস্থিত ছিলেন। সঙ্গে ছিলেন স্থানীয় চেয়ারম্যান গোপাল দাস, দুলাল দাস মহাশয় এবং হলদিয়ার সমাজসেবী শেখ মোজাফফর। এই মঞ্চে দাঁড়িয়ে তিনি নিজ হাতেই সকলকে পূজো দেখবার এবং পুজোর প্রতিটি দিন পাশে থাকবার অনুরোধ করেছেন। তিনি এও বলেছেন সমাজের সব শ্রেণীর সব জাতির মানুষের উপস্থিত তিনি কাম্য করেন। সামাজিক দূরত্ব ও বিধিনিষেধ মেনেই এই দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। যেখানে অংশগ্রহণ করেছেন হলদিয়াবাসীরা।