ঈশিতা সাহা: বাংলাদেশের দুর্গোৎসব মন্ডপে হামলা, হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে লুটপাট কাণ্ডে তোলপাড় গোটা দেশ। এদিকে হিংসাত্মক এই ঘটনাকে পূর্বপরিকল্পিত হামলা বলে মন্তব্য করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তার দাবি, হিন্দু মুসলিম সম্প্রীতির সম্পর্ক নষ্ট করার জন্য এই পরিকল্পনা করা হয়েছিল। দূর্গা পূজা চলাকালীন বাংলাদেশের একাধিক জায়গায় লুটপাট কান্ড চলে। কোথাও চোখের সামনে গুড়িয়ে দেওয়া হয় প্রতিমা। আবার কোথাও লুটপাট হানে মন্ডপে। ঘটনাটি ছড়িয়ে পড়তে সোচ্চার হয়েছে ভারতেও। তবে ধারণা,এইসব ঘটনার পিছনে হাত রয়েছে জামাত-ই- ইসলামির।
এদিকে হামলার ঘটনার পর চার হাজারেরও বেশি সংখ্যক মানুষের গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রকের বলেন," গত কয়েক দিনের হামলার ঘটনা পূর্বপরিকল্পিত। দেশের শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাওয়া কিছু কায়েমী স্বার্থের মানুষ এই কাজ করেছে। তাই পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে।"অবশ্য শনিবারের পর নতুন করে কোন গ্রেফতার বা হামলা কান্ড হয়নি।
উল্লেখ্য, বাংলাদেশ কাণ্ডে এবারের সরব হয়েছে বাংলার বিজেপি সরকার। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ বিষয়ে খোলা চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।