রক্তের সংকট মেটাতে ব্লাড ব্যাংকের আবেদনে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন পুলিশের

Police-organized-a-voluntary-blood-donation-camp-at-the-request-of-the-blood-bank-to-meet-the-blood-crisis


রিয়া গিরি : কথায় আছে ‘রক্তদান জীবন দান’। তাই প্রত্যেকটি শারীরিকভাবে সক্ষম মানুষের উচিত রক্তদান করে অন্যকে প্রাণ দান করা। এবারে বনগাঁ ব্লাড ব্যাংকের আবেদনে সাড়া দিয়ে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করল বনগাঁ পুলিশ জেলার গাইঘাটা থানার পুলিশ কর্তৃপক্ষ।

পাক জয়ের উদযাপনে রাষ্ট্রদ্রোহের মামলা, কড়া নির্দেশ এই মুখ্যমন্ত্রীর

সুত্রে খবর, সাম্প্রতিক সময়ে দুর্গাপূজার আবহে বিশেষ একটা স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন হয়নি। আর সে কারনেই বনগাঁ ব্লাড ব্যাংকে দীর্ঘদিন ধরে রক্তের সংকট দেখা দিচ্ছে। তাই বনগাঁ ব্লাড ব্যাংকের কর্মীদের আবেদনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল গাইঘাটা থানায় পুলিশ।

করোণা সংক্রমণ রুখতে বালুরঘাটে শুরু হলো কনটেইনমেন্ট জোন

সূত্রের খবর, বনগাঁ ব্লাড ব্যাংকে সমস্ত গ্রুপের পর্যাপ্ত পরিমানে রক্ত না থাকায় দীর্ঘদিন ধরে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল রোগীর পরিবারদের। তাই এবারে সেই সংকট কাটিয়ে উঠতে বনগাঁ ব্লাড ব্যাঙ্কের আবেদনে সাড়া দিয়ে এগিয়ে আসল বনগাঁ পুলিশ জেলার গাইঘাটা থানার পুলিশ কর্মকর্তারা। স্বেচ্ছায় রক্তদান করে অন্যদের প্রাণ দান করলেন পুলিশ কর্মকর্তারা। রক্তদান করতে পেরে খুশি হয়েছেন বলেও জানান গাইঘাটা থানার পুলিশ কর্মকর্তারা। আর তার সঙ্ঘেই বনগাঁ ব্লাড ব্যাংকে জমা হয়েছে পর্যাপ্ত পরিমাণ রক্ত। ভবিষ্যতেও রক্তদান করতে এগিয়ে আসবে বলে জানিয়েছেন গাইঘাটা থানার পুলিশ আধিকারিকরা।

আজও হিলিতে নিয়ম নিষ্ঠার সাথে পুজিত হন ভৈরবী মাতা

যদিও এই বিষয়ে বনগাঁ ব্লাড ব্যাঙ্কের মেডিক্যাল ইন-চার্জ ডাক্তার গোপাল পোদ্দার বলেন, “এখন বনগাঁ ব্লাড ব্যাঙ্কের রক্তের ঘাটতি সেরকম নেই। কিন্তু রক্তদান শিবিরের সংখ্যা কমে গেছে, তবে সামনে যা পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে অবস্থা পাল্টাতে পারে। তাই বনগাঁ পুলিশ জেলার এসপি তরুন হালদার সাহেবকে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করার কথা জানিয়েছিলাম। আমি ব্যক্তিগত ভাবে ধন্যবাদ জানাই, বনগাঁ পুলিশ জেলার এসপি তরুন হালদার ও গাইঘাটার ওসি বলাই ঘোষকে। মাত্র ৩৬ ঘণ্টার মধ্যে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করে প্রায় ১৫০ ইউনিট রক্তদাতাকে একত্রিত করার জন্য। আমাদের এই মুহূর্তের রক্তের সঙ্কট কিছুটা হলেও মিটেছে”। এদিন বনগাঁ ব্লাড ব্যাঙ্কের অন্যতম কর্ণধার ডাক্তার গোপালবাবু সমস্ত স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজকদের কাছে পূর্বের ন্যায় স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করার আবেদন জানান।


Post a Comment

Previous Post Next Post