পেট্রোল ডিজেল সেঞ্চুরি পার, শালপাতায় নুন ভাত খেয়ে অভিনব প্রতিবাদ ক্যাব চালকদের


Petrol-Diesel-Century-Pass-Fancy-Protest-Cab-Drivers-Eating-Salt-Rice-at-Shalpata

ঈশিতা সাহা : চলতি মাসে পেট্রোল-ডিজেলের দাম সাধারণ মানুষের নাকে দম। প্রতিবাদে নেমেছেন খোদ কংগ্রেস সহ তৃণমূল নেতারাও। তবে বাস্তবিক সমস্যার মুখে তো সাধারণ মানুষই! মহানগরীতে আবারো সেঞ্চুরি পার করেছে ডিজেল। পেট্রোলের দাম বেড়ে ১০৯ টাকা প্রায়।

এবারে প্রতিবাদে নেমেছেন এক অ্যাপ- ক্যাব চালক ও মালিকরা। পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির অভিনব প্রতিবাদে রাসবিহারী মোড়ে রাস্তায় বসে শালপাতায় শুধুমাত্র ভাত ও নুন খেয়ে প্রতিবাদ করলেন তারা। তাদের দাবি, পেট্রোপণ্যের দাম দিনের পর দিন বৃদ্ধির সাথে দাম বাড়ছে পণ্যসামগ্রীর। সবজির দামও এখন চরমে। নুন ভাত খেয়ে দিন কাটাতে হচ্ছে। সেটাই আজ দেখুক সরকার।

GATE 2021 এর মাধ্যমে ONGC নিয়োগ শীঘ্রই রেজিস্ট্রেশন শেষ: এখনই আবেদন করুন!!!

বর্তমানে কলকাতা সহ ২২ জেলায় সেঞ্চুরি পার করেছে ডিজেল। এদিকে মোদি জামানার সঙ্গে মনমোহন জামানায় পেট্রোপণ্যের দাম বৃদ্ধি তুলনা করেছে কংগ্রেস। ২০১৪ সালে আন্তর্জাতিক বাজারে পেট্রোলের দাম ছিল ৭১ টাকা/লিটার।২০২১ সালে আন্তর্জাতিক বাজারে পেট্রোলের দাম ১০৮টাকা/লিটার।

মৃত্যুর 'হুমকি' রোগীকে, নার্সের বিরুদ্ধে চরম বিক্ষোভ উলুবেরিয়া মহাকুমা হাসপাতালে

২০১৪ সালে আন্তর্জাতিক বাজারে ডিজেলের দাম ছিল ৫৭ টাকা/লিটার। ২০২১ সালে আন্তর্জাতিক বাজারের ডিজেলের দাম ৯৭টাকা /লিটার। সুতরাং একেবারে নাভিশ্বাস অবস্থায় সাধারণ মানুষের পরিস্থিতি বলা যেতে পারে।


Post a Comment

Previous Post Next Post