গোয়ায় পৌঁছাতেই তীব্র ধিক্কারের শিকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

 

On-arrival-in-Goa-Chief-Minister-Mamata-Banerjee-was-severely-reprimanded

অম্লিতা দাস: "মমতা ব্যানার্জি ওয়াপাস যাও" স্লোগানে উত্তেজিত হয়ে উঠল গোয়ার একদল জনতা। বৃহস্পতিবার বিকেলে মুখ্যমন্ত্রী গোয়া পৌঁছালে গোয়ার ভাস্কো বিমানবন্দর থেকে তাঁর কনভয় কিছুটা এগোতেই দু দফায় চলে স্লোগান। তাঁর দিকে কালো পতাকা দেখিয়ে স্লোগান তোলেন তাঁরা।

বন্ধ বাস পরিষেবা, সমস্যায় নিত্যযাত্রী

অভিযোগ গোয়ার বিমানবন্দর থেকে ডোনা পাওলা ইন্টারন্যাশনাল সেন্টার যাওয়ার পথে কালো পতাকা দেখানো হয় বাংলার মুখ্যমন্ত্রীকে। বিক্ষোভকারীদের হাতে কালো পতাকা থাকলেও কোনোরকম রাজনৈতিক পতাকা দেখা যায়নি। তবে "মমতা ব্যানার্জি ওয়াপাস যাও" স্লোগানের সাথে সাথেই "জয় শ্রী রাম" -এর স্বর ভেসে আসে তাঁদের থেকে। বিক্ষোভকারীরা জানিয়েছেন তাদের এই বিক্ষোভ বাংলায় ভোট পরবর্তী সন্ত্রাস নিয়েই যা তাদের স্লোগানেই ফুটে উঠেছে।  তারা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নন কিন্তু ভোটের পরে বাংলার অবস্থা নিয়ে তৃণমূলকে দায়ী করেই প্রতিবাদ করেছেন তারা। অবশ্য গোয়ার তৃণমূল সদস্যদের দাবি, মমতার আগমনে ভয় পেয়ে বিজেপিদের এমন কাজ।

মাদককাণ্ডে জামিন পেয়ে বাড়ি ফিরলেন শারুখ পুত্র আরিয়ান

বিক্ষোভকারীরা জানিয়েছেন, ভোট পরবর্তী সন্ত্রাসের জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তাঁর এই কাজের ধিক্কার জানিয়ে তাদের এই ঘটনা। তৃণমূলের পক্ষ থেকে এই নিয়ে এখনও পর্যন্ত বিশেষ প্রতিক্রিয়া মেলেনি। গোয়াতে ডোনা পাওলা ইন্টারন্যাশনাল সেন্টারেই থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে থেকেই চলবে রাজনৈতিক কাজ। মুখ্যমন্ত্রী যাতে সুষ্ঠভাবে বাকি দিন গুলো সেখানে থাকতে পারেন সেই দিকেই নজর রাখছে গোয়ার পুলিশ।


Post a Comment

Previous Post Next Post