রিয়া গিরি : ঘাটালের গ্রামে গ্রামে লাঠি হাতে মহিলাদের দল থেকে ভয় পেয়ে লুকিয়ে রয়েছে চোলাই মদ বিক্রেতারা। বারবার প্রশাসনকে জানিয়েও চোলাই মদের বিক্রি না কমায় মহিলারাই হাতে লাঠি নিয়ে বেরিয়ে পড়লেন ঠেক ভাঙতে।
ব্যারাকপুরে রহস্যময় বিস্ফোরণ কান্ড! উড়ে গেল বাড়ির ছাদ
খরগোপুর গ্রামের বাসিন্দারা জানান দীর্ঘদিন ঘাটাল থানায় অভিযোগ জানালে ও পুলিশের তরফ থেকে কোনো উদ্যোগের দেখা মেলেনি। তাই সোমবার রাতে উত্তর খরগোপুর গ্রামের বাসিন্দারা হাতে লাঠি চোলাইয়ের ভাঙতে বেরিয়ে পড়লেন। ওই এলাকায় দীর্ঘদিন ধরে চোলাই মদ তৈরি ও বিক্রি রমরমিয়ে চলে আসছে। বাড়ি বাড়ি এই নিয়ে তৈরি হচ্ছে অশান্তির পরিবেশ।
বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি অত্যাচারের প্রতিবাদে ৫৫জন বঙ্গবাসীর বিবৃতি প্রকাশ
তাই ওই গ্রামেরই বাসিন্দা রমা মাইতি, মিঠুন মাইতি মামনি হাজরা এই কারবার বন্ধ করতে লাঠি হাতে বেরিয়ে পড়লেন। তাদের অভিযোগ বাড়ির লোকদের বাইরে বেরোনো বন্ধ করে দিলেও কোনো ফল মেলেনি। এই মদ হোম ডেলিভারী ও শুরু করেছিলো চোলাই মদের বিক্রেতারা। সেজন্যই সোমবার রাতের তারা ৩০ জন মহিলার একটি দল গঠন করে চোলাই মদের ঠেক এর ওপর হামলা চালায়। বিক্রেতাদের মধ্যে অনেকেই পালিয়ে গেলেও দুজনকে হাতেনাতে ধরে ফেলেন তারা।
যুবতীকে মদ খাইয়ে গণধর্ষণ, ধৃত ১
মহিলারা ওই দুজনকে পুলিশের হাতে তুলে দেয় এবং পুলিশের কাছে অনুরোধ জানান যাতে করে এই কাজ যেন পুনরায় না হয় সে বিষয়টিও দেখতে। ঘাটাল রেঞ্জের ডেপুটি কালেক্টর সুপ্রজিত হীরা বলেন সোমবার রাতেই ওই ঘটনাটি তিনি শুনেছেন এবং মহিলাদের উৎসাহ ও দিয়েছেন তিনি। তিনি জানান এলাকার মানুষ সচেতন না হলে এই কারবার কোনভাবে পুরোপুরি বন্ধ করা সম্ভব নয় তাই প্রথমে তিনি এলাকাবাসীকে অনেক অভিবাদন জানিয়েছেন।