ঈশিতা সাহা : পুজোর পর থেকে হু হু করে বাড়ছ করোনার সংক্রমন। এদিকে পড়ুয়ারা কেউই এখনও পর্যন্ত প্রতিষেধক পায়নি। তাই সিআইএসসিই বোর্ডের আইসিএসই (দশম) এবং আইএসসি-র (দ্বাদশ) প্রথম সিমেস্টারের পরীক্ষা অফলাইনের বদলে অনলাইনে নেওয়ার দাবি জানালেন পরীক্ষার্থীদের অভিভাবকেরা। যতদিন না বাচ্চাদের মধ্যে টিকাকরণ সম্পূর্ণ হচ্ছে, ততদিন পর্যন্ত স্কুলে পাঠাতে সাহস পাচ্ছেন না তারা।
রক্তের সংকট মেটাতে ব্লাড ব্যাংকের আবেদনে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন পুলিশের
বর্তমানে করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য দপ্তরও। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও অভিভাবকদের চিন্তার ভাঁজ কমত কিছুটা। শুধু কোভিডের নয়, বাড়ছে রাজ্যে রাজ্যে অজানা জ্বরের প্রকোপ। ফলে শিশুদের স্বাস্থ্য নিয়ে কোনভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন না বাবা মায়েরা।
পাক জয়ের উদযাপনে রাষ্ট্রদ্রোহের মামলা, কড়া নির্দেশ এই মুখ্যমন্ত্রীর
অভিভাবকদের মতে, প্রতিষেধকের অন্তত একটি ডোজ় নেওয়া থাকলেও অফলাইন পরীক্ষা নিয়ে কোন সমস্যা হতো না। এক অভিভাবকের বলেন, 'তা হলে প্রথম সিমেস্টারের অফলাইন পরীক্ষা নভেম্বর থেকে পিছিয়ে জানুয়ারি মাসে নেওয়া হোক। তত দিনে আমাদের ছেলেমেয়েদের অন্তত একটি ডোজ় দেওয়ার ব্যবস্থা করুক কেন্দ্র। সে ক্ষেত্রে স্কুলে পরীক্ষা দিতে পাঠাতে আপত্তি করব না আমরা।'
করোণা সংক্রমণ রুখতে বালুরঘাটে শুরু হলো কনটেইনমেন্ট জোন
এদিকে অনলাইন পরীক্ষার দাবিতে সিআইএসসিই বোর্ডের সচিব জেরি অ্যারাথুনকে চিঠিও লিখেছেন তাঁরা। পাশাপশি টুইটারের মাধ্যমেও চলছে প্রচার। তবে এখনো পর্যন্ত অনলাইন পরীক্ষা বিষয় মুখ খোলেনি বোর্ড।