ঈশিতা সাহা : মজবুত ভিত্তি স্থাপনে সাফল্যের দিকে এগিয়ে রয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শুক্রবার সকাল ১০ টায় রাজনৈতিক মহলে তাই প্রমাণ হলো।আরবসাগরের তীরবর্তী রাজ্যে গোয়ায় গিয়েই বিজেপিকে বার্তা পাঠালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা তুলে নিয়ে তৃণমূলে যোগদান করলেন বলিউড অভিনেত্রী নাফিসা আলি (Nafisa Ali) এবং মৃণালিনী দেশপ্রভু (Mrinalini Deshprabhu)।
Mamata Banerjee : ভুয়ো সাংবাদিকদের ধরতে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ পুলিশকে
আগামী ফেব্রুয়ারি মাসে বিধানসভা নির্বাচন। সেখানে জাতীয় স্তরের সাঁতারু তথা প্রাক্তন মিস ইন্ডিয়া নাফিসা আলির যোগদান বেশ ভালভাবেইপ্রভাব ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহল। নাফিসাই ২০০৪ সালের লোকসভা নির্বাচনে দক্ষিণ কলকাতা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন। এমনকী পরাজিতও হয়েছিলেন। আজকের মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরেই তৃণমূলে যোগদান করলেন নাফিসা।
মানবতার প্রতীক হয়ে দাড়ালেন বনগাঁর স্বপ্না, স্বাক্ষী সরন্য আবাসনের সদস্যরা
এদিকে স্থানীয় বাসিন্দা ও ব্যাবসায়ীরা জনিয়েছেন, দিদি আসলে অবশেষে ভালই হবে। গোয়ার মতো জায়গায় অনেক কিছুই করা যেতে পারত, সেদিক থেকে এখনও কিছুই হয়নি।