ঈশিতা সাহা : শনিবার রাতে মুম্বাই থেকে গোয়াগামি বিলাসবহুল ক্রুজ পার্টিতে হঠাৎই হানা দেয় NCB (নারকটিকস কন্ট্রোল ব্যুরোর)। সেখান থেকে মাদকগ্রস্ত অবস্থায় ১০ জন বলিউড তারকাদের আটক করে আধিকারিকরা। শাহরুখখান পুত্র আরিয়ান কেউ মামলার জেরে আটক করা হয়েছে। বর্তমানে তার জেরা করা হচ্ছে।
দিনের সবচেয়ে বড় খবর; অভিনেত্রী সামান্থা এবং নাগা চৈতন্যের বিবাহবিচ্ছেদের ঘোষণা
এনসিবি আধিকারিকরা গোপন সূত্রে খবর পান, যে মুম্বাই থেকে গোয়াগামি কর্ডলিয়া নামক বিলাসবহুল ক্রুজে পার্টিতে মাদক সেবন করা হবে। সেই ভিত্তিতে এনসিবি আধিকারিকরা যাত্রী সেজে ওই ক্রুজে চরেন। এরপরই মাদকসেবন শুরু হয় পার্টিতে। অচৈতন্য অবস্থায় পড়ে থাকেন অনেকেই।
UIDAI সংশোধনের কাজ আরও সহজ হচ্ছে, জানুন কোটি গ্রাহকদের জন্য সরকারের পরিকল্পনা
শনিবার রাতেই আধিকারিকরা ১০ জনকে আটক করে এবং রোববার তাদের মুম্বাইয়ে ফিরিয়ে আনা হয়েছে। ওই ক্রুজ থেকে কোকেন, হাশিশ সহ এমডিএম এর মত প্রচুর মাদক দ্রব্য বাজেয়াপ্ত করা হয়। ইতিমধ্যে এই বিশাল পরিমাণ মাদক কোথা থেকে পাচার করা হচ্ছে তা খতিয়ে দেখছে NCB আধিকারিকরা। জানা গেছে, এই ধরনের বিলাসবহুল পার্টিতে একজনের প্রবেশ খরচ ৮০ হাজার টাকা।