ব্যারাকপুরে রহস্যময় বিস্ফোরণ কান্ড! উড়ে গেল বাড়ির ছাদ

Mysterious-explosion-in-Barrackpore-The-roof-of-the-house-was-blown-away


ঈশিতা সাহা : আজ বুধবার সকাল দশটা নাগাদ প্রবল বিস্ফোরণ শব্দে কেঁপে উঠল ব্যারাকপুরের কালিয়া নিবাস এলাকার ২ নং ওয়ার্ডের হেয়ার রোড সংলগ্ন একটি বাড়ি। বিস্ফোরণকাণ্ডে বাড়ির ছাদ সহ সমস্ত দরজা জানালা ভেঙ্গে গুড়িয়ে যায়। ঘটনায় আহত হয়েছেন ৩ জন, হাসপাতালে ভর্তি ২ জন। সিলিন্ডারের কারণে বিস্ফোরনের অনুমান করা হলেও আসল কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তের পর বিস্ফোরণের রহস্য আরো জোরালো হয়েছে। সূত্রে খবর, বিস্ফোরণের পর বাড়ির গ্যাস সিলিন্ডার অক্ষত রয়েছে।

বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি অত্যাচারের প্রতিবাদে ৫৫জন বঙ্গবাসীর বিবৃতি প্রকাশ

জানা গিয়েছে,কালিয়া নিবাসের বিস্ফোরিত বাড়িতে বাড়ির মালিক নিচের তলায় ভাড়া দিয়েছিলেন। সেখানে থাকতেন দুটো পরিবার। একটি ঘরে সাঈই জিদাল নামে এক ব্যক্তি একাই থাকত। মূলত ওই ব্যক্তির যে অংশে থাকত সেখানে থেকেই এই বিস্ফোরণ হয়েছে।ব্যারাকপুর পুরসভার মুখ্য প্রশাসক উত্তম দাস দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন।

যুবতীকে মদ খাইয়ে গণধর্ষণ, ধৃত ১

তিনি জানান, খবর পাওয়া মাত্র থানা, ফায়ার ব্রিগেড ও গ্যাস অফিসের খবর দিয়েছি। তারপরই প্রাথমিক তদন্তে থেকে জানা যায় একটি ঘর এই তিনটি গ্যাস সিলিন্ডার আছে। কিন্তু প্রত্যেকটি অক্ষত অবস্থায়। তবে এমন কিছু বিস্ফোরিত হয়েছে যার ফলে বাড়ির ছাদ উড়ে গেছে। মূলত যে ব্যক্তি একা ঘরে থাকতে সেখানেই এই বিস্ফোরণ ঘটে। টিটাগর থানার পুলিশ ওই ব্যক্তিকে প্রথমে ঘরের বাথরুম থেকে উদ্ধার করেন।

বড় ঘোষণা করতে যাচ্ছে Facebook! পরিবর্তন হবে নাম। বিস্তারিত জানুন...

বর্তমানে পুলিশ ওই বাড়ির দুই ভাড়াটিয়াকেই জিজ্ঞাসাবাদে কারণে আটক করেছে। পুলিশ সূত্রে খবর,যেই ঘরে বিষ্ফোরণ হয়েছে সেখান থেকে মাদকের বোতল সহ অনেকগুলি কেমিক্যাল ড্রাম পাওয়া গেছে।তবে বিস্ফোরণের আসল কারনের তদন্তে নেমেছে টিটাগড় থানা পুলিশ।

Post a Comment

Previous Post Next Post