ওয়েব ডেস্ক : সড়ক দুর্ঘটনায় আহতদের জীবন বাঁচাতে মোদী সরকার একটি বড় উদ্যোগ নিয়েছে। সোমবার সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয় জানিয়েছে, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার এক ঘণ্টার মধ্যে ভুক্তভোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া ব্যক্তিকে নগদ পাঁচ হাজার টাকা দেওয়া হবে।
রেগে গেলেন Shah Rukh Khan “লে তু বল লে”- ভাইরাল ভিডিও
এজন্য সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয় সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান সচিব এবং পরিবহন সচিবদের কাছে একটি চিঠি লিখেছে। এই চিঠিতে মন্ত্রণালয় বলেছে যে এই স্কিম ১৫ অক্টোবর ২০২১ থেকে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।
Ministry of Road Transport and Highways says it has launched scheme for 'Good Samaritans' under which cash award of Rs 5,000 will be given to those who save the life of a road accident victim by rushing him/her to hospital within 'golden hour' of mishap
— Press Trust of India (@PTI_News) October 4, 2021
সোমবার মন্ত্রণালয় 'মহৎ সাহায্যকারীদের পুরস্কৃত করার স্কিম' এর জন্য নির্দেশিকা জারি করেছে। মন্ত্রণালয় বলেছে যে এই স্কিমের উদ্দেশ্য সাধারণ মানুষকে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জরুরি পরিস্থিতিতে সাহায্য করার জন্য অনুপ্রাণিত করা। নগদ পুরস্কারের সঙ্গে একটি সার্টিফিকেটও দেওয়া হবে। মন্ত্রণালয় বলেছে যে এই পুরস্কার ছাড়াও, জাতীয় পর্যায়ে ১০ জন সম্মানিত সাহায্যকারীকে প্রত্যেককে দশ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।
PM Jan Dhan Yojana : শুধু একটি মিসড কল দিয়েই আপনার জন ধন অ্যাকাউন্টের ব্যালেন্স জানুন
সূত্রানুযায়ী প্রতি বছর দেশে প্রায় ৫ লক্ষ সড়ক দুর্ঘটনা ঘটে, যেখানে প্রায় ১.৫ লক্ষ মানুষ মারা যায়, যখন ৪.৫ লক্ষেরও বেশি মানুষ সড়ক দুর্ঘটনার শিকার হয়। সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে সরকার খুবই উদ্বিগ্ন। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গডকরি সকল স্টেকহোল্ডারদের সড়ক দুর্ঘটনায় নিহতদের সংখ্যা কমাতে পদক্ষেপ নিতে বলেছেন। একই সঙ্গে, ২০২৫ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ৫০ শতাংশ কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর কারণে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে ভারত আমেরিকা ও চীনের থেকে প্রথম স্থানে রয়েছে।