ঈশিতা সাহা : আজ বেলা বেজে দুটোয় ভবানীপুরের নবনির্বাচিত বিধায়ক তথা তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল জগদীপ ধনকর। ভবানীপুরের পাশাপাশি রাজ্যের অপর দুই কেন্দ্র সামশেরগঞ্জ ও জঙ্গিপুরের বিজয়ী প্রার্থী জাকির হোসেন এবং আমিরুল ইসলামও শপথ নিলেন।
৪ উপকেন্দ্রের প্রার্থী নাম ঘোষণা করল গেরুয়া শিবির (BJP)
বিধানসভার ক্ষেত্রে সাধারণ নির্বাচনে জয়ী হলে স্পিকার সাংসদ-বিধায়কদের শপথবাক্য পাঠ করান। কিন্তু সাংবিধানিকভাবে লোকসভার ক্ষেত্রে সাংসদদের শপথগ্রহণ দেশের রাষ্ট্রপতির হাত ধরেই করানো হয়। আর রাজ্য বিধানসভার ক্ষেত্রে এই দায়িত্ব পালন করেন রাজ্যপাল। আজকের শপথ বাক্য রাজ্যপালের হাত ধরেই গ্রহণ করা হল। প্রথমে অনুষ্ঠানের সময় বেলা পৌনে বারোটা নাগাদ ঠিক করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে সময়সূচী বদলে দুপুর ২টা করা হয়।